Madan Mitra : ২২ দিনে হাসপাতাল থেকে মুক্তি! রাজনীতি থেকে আপাত দূরে, কেমন আছেন মদন? – madan mitra tmc mla health condition after released from sskm hospital


প্রায় ২২ দিন পর এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। যদিও, হাসপাতাল থেকে বেরিয়ে বিধায়ক জানান, ‘আমি ভালো নেই।’ কিছুদিন তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বাড়িতে আপাতত কিছুদিন বিশ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আপাতত কোনও রাজনৈতিক কর্মসূচিতে দেখা যাবে না তাঁকে।

মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। চিকিৎসকরা তাঁকে পরামর্শ দিয়েছেন, আগে থেকে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বেশ কিছুদিন তাঁকে বাড়িতে বিশ্রামে থাকতে হবে। যেহেতু তাঁর নিউমোনিয়ার উপসর্গ দেখা দিয়েছিল, সেই কারণে তাঁকে শীতের সময় আরও খেয়াল রেখে চলতে হবে।

মদন মিত্রের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, উনি আপাতত বাড়িতে কিছুদিন বিশ্রামে থাকবেন। রাজনৈতিক কোনও কর্মসূচিতে আপাতত তিনি কিছুদিন যোগদান করবেন না। সামনে লোকসভা নির্বাচন। টানা রাজনৈতিক সভা, মিছিল, কর্মসূচিতে যোগদান করার বিষয় রয়েছে। সেই কারণে সম্পূর্ণ ভাবে ফিট হয়ে আবার তাঁকে পুরনো ফর্মে দেখা যাবে বলেই জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বাড়িতে শ্বাসকষ্টের কিছু সমস্যা দেখা দেওয়ায় তিনি এসএসকেএম হাসপাতালে দেখাতে যান। তাঁর শারীরিক অবস্থার পরীক্ষা করে তাঁকে সেদিন রাতেই হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়। চিকিৎসা চলাকালীন হঠাৎ তাঁর খিঁচুনি দেখা দিলে বেড থেকে পড়ে গিয়ে কাঁধে চোট পান তিনি। এরপরেই তাঁর কাঁধে অস্ত্রোপচার করা হয়। গত ১৩ ডিসেম্বর তাঁর কাঁধে অস্ত্রোপচার হয়। ১০ জন চিকিৎসকের একটি মেডিক্যাল তাঁর শারীরিক অবস্থার উন্নতিতে সচেষ্ট ছিলেন। অস্ত্রোপচার করে তাঁর কাঁধে টাইটেনিয়াম প্লেট বসানো হয়।

Shantanu Thakur : বিজেপির নির্বাচনী টিমে ব্রাত্য শান্তনু, ‘মতুয়ারা বুঝে গিয়েছে!’ কটাক্ষ বিশ্বজিতের
অবশেষে, ২২ দিন পর মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। মঙ্গলবার সকালে হুইলচেয়ার করে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। নিজের শারীরিক অবস্থা সম্পূর্ণ ভালো নেই বলে জানান তিনি। তবে রাজনীতির ময়াদেন তিনি সদা কালারফুল। সামনেই বড় নির্বাচনী পরীক্ষা দলের। তাঁর আগে সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি দ্রুত চেনা ছন্দে ফিরতে চাইছেন বলেই তাঁর ঘনিষ্ঠ সূত্রে খবর। চলতি সপ্তাহের শেষের দিকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই বৈঠকে তাঁকে দেখা যাবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। তবে লোকসভা নির্বাচনের প্রচার কমিটিতে তাঁর নাম থাকবে বলেই আশা করা হচ্ছে। সেই কারণে দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ফের ময়দানে নামার ব্যাপারে আশাবাদী তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *