Mamata Banerjee : কালীঘাট মন্দির চত্বর পকেটমারির আখড়া! প্রশাসনিক বৈঠকে অভিযোগ শুনলেন মমতা – gangasagar mela committee member appeal mamata banerjee to increase cctv surveillance at kalighat temple area


স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির কাছে নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠেছিল কিছুদিন আগে। এবার কালীঘাট মন্দির চত্বরে আরও সিসিটিভি বাড়ানোর আবেদন এল। আবেদন করলেন গঙ্গাসাগর মেলা কমিটির তরফে তারকনাথ দ্বিবেদি। গঙ্গাসাগর মেলার উপলক্ষ্যে তীর্থযাত্রীরা কালীঘাট ঘুরতে গেলে অনেকের পকেটমারি হয় বলে অভিযোগ জানালেন তিনি।

বুধবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্ব নিয়ে নবান্ন সভা ঘরে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনা জেলার শীর্ষ আধিকারিক থেকে শুরু করে রাজ্যের একাধিক মন্ত্রী, আমলারা উপস্থিত ছিলেন এই বৈঠকে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন গঙ্গাসাগর মেলা কমিটির তরফে তারকনাথ দ্বিবেদি। সেখানে এই প্রসঙ্গটি উত্থাপন করেন তিনি।

উল্লেখ্য, এদিনের মেলায় আগত অতিথিদের সুযোগ-সুবিধা অভিযোগ সংক্রান্ত বলার জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলা সংক্রান্ত নতুন কোনও আইডিয়া বা অভিযোগ থাকলে জানানোর জন্য বলা হয়। তখনই বক্তব্য রাখতে গিয়ে তারকনাথ দ্বিবেদি জানান, গঙ্গাসাগর বাইরের রাজ্য থেকে প্রচুর তীর্থযাত্রী আসেন। তবে গঙ্গা স্নান করার পর তাঁরা রাজ্যের মূলত কলকাতার পার্শ্ববর্তী স্থানগুলিতে যে তীর্থস্থান গুলি রয়েছে সেখানে ঘুরতে যান। সেরকমই কালীঘাট, দক্ষিণেশ্বর মন্দিরে যান তীর্থ যাত্রীরা। তবে কালীঘাট মন্দির চত্বর থেকে তীর্থযাত্রীদের অনেক সময় পয়েটমারি হয়। সেই অভিযোগ এসেছে তাঁদের কাছে। সেই কারণেই তারকনাথ বলেন, ‘ কালীঘাট মন্দিরের কাছে সিসিটিভির সংখ্যা কিছু বাড়ালে ভালো হয়। অনেক পকেটমারির অভিযোগ করেন তীর্থ যাত্রীরা।’ যদিও বিষয়টি নিয়ে আলাদা করে কোনও প্রতিক্রিয়া দেননি মুখ্যমন্ত্রী। তবে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আরো জোরদার হওয়ার ব্যাপারে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন।

প্রসঙ্গত, কালীঘাটেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিবাস। কয়েকমাস আগেই অপরিচিত এক ব্যক্তি পুলিশের নজর এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সমানে অনাধিকার প্রবেশ করে ফেলেছিলেন। তাঁকে পরে গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তার ঘাটতি হওয়ায় পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়। বাড়ানো হয় সিসিটিভির সংখ্যা।

Gangasagar Mela 2024 : ‘পাইলট নিয়ে VIP-রা অপ্রয়োজনীয় ভিড় করবেন না,’ গঙ্গাসাগর বৈঠকে সাফ বার্তা মমতার
বুধবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে একাধিক আলোচনা হয় বৈঠকে। আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে মেলা। আগামী ১৭ তারিখ পর্যন্ত মেলা চলবে বলে জানা গিয়েছে। গতবছর প্রায় ৪০ লাখ তীর্থ যাত্রী মেলায় অংশগ্রহণ করেছিলেন। এবারে সেই সংখ্যাটা ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *