Trinamool Congress : ‘জুতোপেটা করে দেখিয়ে দেব…’, সুকান্তকে বেলাগাম আক্রমণ তৃণমূল নেতার – bankura trinamool congress leader somnath mukherjee slams bjp president sukanta majumdar


লোকসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রমশ চড়ছে বাংলার রাজনৈতিক পারদ। শাসক থেকে বিরোধী, সকলের বাকবিতণ্ডায় বাড়ছে উত্তেজনা। তারমধ্যেই এবার বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে জুতোপেটা করার নিদান দিলেন তৃণমূল নেতা। শাসকদলের নেতার এমন বেলাগাম আক্রমণ নিয়ে নিন্দার ঝড় উঠেছে। তৃণমূলকে নিশানা করেছে বিজেপি।

কী বললেন তৃণমূল নেতা?

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে জুতোপেটা করার নিদান তৃণমূল নেতার। বুধবার বাঁকুড়ার কোতুলপুরে একটি হিমঘরে INTTUC-র পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেই সভায় অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সোনামুখী পুরসভার উপ-পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়। সেখান থেকে বিজেপি রাজ্য সভাপতিকে নিশানা করেন তৃণমূল নেতা। শাসকদলের নেতার মন্তব্যের সময় মঞ্চে উপস্থিত ছিলেন কোতুলপুর বিধানসভার বিধায়ক হরকালি প্রতিহার, তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল, স্থানীয় ব্লক সভাপতি তরুণ নন্দীগ্রামিসহ একাধিক তৃণমূল নেতৃত্ব।

বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা বলেন, ‘সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চামচাগিরি করার জন্য যুব সমাজের আইকন বিবেকানন্দকে অপমান করেছে। আমি যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি, সুকান্তকে জুতোপেটা করে দেখিয়ে দেব। আমরা প্রকৃত হিন্দু, বিজেপির মতো ভেকধারী নই।’ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা আরও বলেন, ‘স্বামীজিকে যাঁরা অপমান করবে তাঁদের জুতোপেটা করা উচিত। জনগণের মাঝে জুতোপেটা করা উচিত। তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে এটাই মনে করি। এটা যদি প্রতিহিংসা বলে মনে হয়, তাহলে কিছু করার নেই।’

কী বলল বিজেপি?

তৃণমূল নেতার এই মন্তব্যের নিন্দা করেছে বিজেপি। কোতুলপুর মণ্ডল বিজেপি সভাপতি এই মন্তব্যের নিন্দা করেছেন। কেশবী নাগা বলেন, ‘যারা রক্তের বন্যা বইয়ে দিয়েছে তারা এখন রক্তদান শিবির করছে। সোমনাথ মুখোপাধ্যায়ের এই মন্তব্য প্রতিহিংসামূলক আচরণ। এই বক্তব্যকে আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই। যে দলের কোনও নীতি আদর্শ নেই তারা স্বামী বিবেকানন্দ সম্পর্কে কী করে বুঝবে!’

২৪ ডিসেম্বর ব্রিগেজে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠানের দিন স্বামী বিবেকানন্দকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান সুকান্ত। তিনি বলেন, ‘বামপন্থীদের জন্য বাংলার বিচ্যুতি হয়েছে। এখন দেখা যাচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী। গীতাপাঠের থেকে ফুটবল খেলা বলেছিলেন যাঁরা, তাঁরা আসলে বামপন্থী প্রোডাক্ট।’ সুকান্ত এই মন্তব্যের নিন্দায় সরব হয়েছে তৃণমূল। বিজেপি রাজ্য সভাপতির ক্ষমা প্রার্থনা করেছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *