West Bengal Government: নতুন বছরে বড় সুযোগ, রাজ্যে একাধিক পদে নিয়োগের সিদ্ধান্ত সরকারের – various post created in west bengal cabinet meeting today


তৃতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্যে নিয়োগ নিয়ে তৎপর হওয়ার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভায় নতুন পদ সৃষ্টি, নিয়োগ সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারদের পদোন্নতি ও বদলি সংক্রান্ত নয়া নীতিতেও শিলমোহর দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এতদিন পর্যন্ত জেলা পরিষদের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়র, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার , অধস্তন ইঞ্জিনিয়ররা একই জেলায় এক পদে কাজ করতেন। এবার সেই নীতিতে বদল আনা হচ্ছে। অন্য জেলায় তাঁদের বদলির সংস্থান করা হচ্ছে।

একইসঙ্গে তাঁদের কাজের উপর নিয়মিত নজর রাখা হবে এবং সময়ে সময়ে করা হবে মূল্যায়নও। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পঞ্চায়েত স্তরের কাজ যাতে আরও স্বচ্ছ হয় সেই কারণেই নয়া এই পদক্ষেপ করা হচ্ছে। মানস ভুঁইয়া এই প্রসঙ্গে বলেন, ‘কোনও কর্মী বা আধিকারিক দীর্ঘদিন যদি এক জায়গায় থাকেন সেক্ষেত্রে একাধিক সমস্যা তৈরি হতে পারে। এই নীতি পরিবর্তন করার পর কাজে স্বচ্ছতা আসবে। আসবে গতিও।’

এছাড়াও নিয়োগ নিয়ে একাধিক নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নতুন করে ৪০টি শয্যার একটি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি করা হবে। উত্তরবঙ্গের মানুষকে সার্বিকভাবে সুচিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এই পদক্ষেপ। ফলে সিক নিওন্যাটাল কেয়ার ইউনিটে ২৬টি নতুন পদ তৈরি হচ্ছে। এর মধ্যে থাকবেন ক্রিটিক্যাল কেয়ারের উপযুক্ত কর্মীরা। এছাড়াও থাকছেন ৫ চিকিৎসক, ২০টি স্টাফ নার্স এবং মেডিক্যাল টেকনোলজিস্ট ১ জন।

এই পদসৃষ্টির ক্ষেত্রে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি ভূমি দফতরেও নতুন করে ৪২৭ পদে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে বলে এদিনের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। ব্লক থেকে জেলা স্তর পর্যন্ত চুক্তি ভিত্তিতে এই নিয়োগ করা হবে।

West Bengal Recruitment : ১০০ দিনের কাজে গতি ও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ, নিয়োগের সিদ্ধান্ত নবান্নের
সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এরপর বিধানসভায় চা শ্রমিকদের আবাসন প্রকল্প চা সুন্দরীর বিষয়ে নিয়ম বদল করার কথা বলেন। জানা গিয়েছে, মন্ত্রিসভা সেই সিদ্ধান্তে সম্মতি দিয়েছে। এরফলে আর রাজ্য সরকার সংশ্লিষ্ট প্রকল্পে বাড়ি তৈরি করে দেবে না। পরিবর্তে তাঁদের জমির পাট্টা দেওয়া হবে। পাশাপাশি কয়েকটি ধাপে বাড় তৈরি করতে এক লাখ ২০ হাজার টাকা দেওয়া হবে।’ তবে যে সমস্ত বাড়ি বর্তমানে তৈরি হয়ে গিয়েছে তা তুলে দেওয়া হবে নির্দিষ্ট উপভোক্তাদের হাতে।

এর ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষ উপকৃত হবেন। অন্যদিকে ভূমি দফতরে কর্মী ঘাটতি সামাল দিতে ৪২৭ টি ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। ব্লক স্তর থেকে জেলা স্তর পর্যন্ত চুক্তির ভিত্তিতে এই কর্মীদের নিয়োগ করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *