BP Gopalika IAS Biography: ব্যক্তিগত ক্ষতির মধ্যেই বছর শেষে ‘বড় উপহার’, নয়া মুখ্যসচিব গোপালিকার সিভিতে চোখ বুলিয়ে নিন – bp gopalika who is going to be west bengal chief secretary 1989 batch ias officer know details about him


রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পেতে চলেছেন বিপি গোপালিকা। মন্ত্রিসভার বৈঠকে তা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ ডিসেম্বর শেষ হতে চলেছে রাজ্য়ের বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কার্যকালের মেয়াদ। সেই দিনই এই পদের দায়িত্ব নিতে চলেছেন ভগবতি প্রসাদ গোপালিকা বা বিপি গোপালিকা।

১৯৮৯ ব্য়াচের IAS অফিসার বিপি গোপালিকা। বর্তমানে তিনি স্বরাষ্ট্রসচিব এবং অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে কর্মরত। এর আগে পরিবহণ, প্রাণী সম্পদ উন্নয়ন এবং প্রশাসনিক কর্মীবর্গ দফতরে সেক্রেটারি হিসেবে দায়িত্ব সামলেছেন। ওয়াকিবহাল মহলের কথায়, ‘কঠিন পরিস্থিতি সামলানোর জন্য তিনি অন্যতম দক্ষ ব্যক্তিত্ব। আর তাই লোকসভা নির্বাচনের আগে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হল।’

বিপি গোপালিকা যদি অতিরিক্ত সময় মুখ্যসচিব হিসেবে কার্যনির্বাহের সুযোগ নাও পান তাহলেও তিনি ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত এই দায়িত্ব সামলাতে পারবেন।

২০২১ সালে মে মাসে হরিকৃষ্ণ দ্বিবেদীকে মুখ্যসচিব হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় প্রাণীসম্পদ বিকাশ ও প্রশাসন কর্মীবর্গ দফতরের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন বিপি গোপালিকা। তাঁকে সেই সময় স্বরাষ্ট্রসচিবের দায়িত্বে আনা হয়েছিল। তাঁর ২০২৪ সালের ৩১ মে অবসর নেওয়ার কথা।

চলতি বছর রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আইএএস আধিকারিকদেরও পদক দেওয়া হয়। পশ্চিমবঙ্গের জনসাধারণের জন্য কাজ করা ও প্রশাসনির ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত হয়েছিলেন এই আমলা।

উল্লেখ্য, রাজ্য হরিকৃষ্ণ দ্বিবেদীর কার্যকালের মেয়াদ বৃদ্ধি করার আবেদন জানালেও তা খারিজ করেছে কেন্দ্র। এদিকে বিপি গোপালিকাকে রাজ্যের মুখ্যসচিব পদে ঘোষণা করার পর হরিকৃষ্ণ দ্বিবেদীর তীব্র সমালোচনা শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কণ্ঠে। নাম না করে তিনি স্বরাষ্ট্রসচিবকেও তোপ দেগেছিলেন। তাঁর সঙ্গে পরিবহণ দফতরে কাজের অভিজ্ঞতা যে মোটেও সুখকর নন, এমনটাই জানিয়েছিলেন শুভেন্দু।

Rajeev Kumar IPS : খাদিম কর্তা অপহরণকাণ্ড থেকে মাওবাদী দমন! রাজীব কুমারের সিভিতে রয়েছে কী কী?
যদিও নিজের বক্তব্যে সরাসরি কারও নাম নেননি তিনি। উল্লেখ্য, চলতি বছর বিপি গোপালিকার ব্যক্তিগত জীবনও চর্চায় ছিল। উদ্ধার হয়েছিল তাঁর ভাইপো অতীশ গোপালিকার নিথর দেহ। নিজের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। লেকটাউন থানার বাঙুরের একটি বাড়িতে থাকতেন তিনি। তাঁর পরিচিতরা যোগাযোগের চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপর পুলিশ তাঁর বাড়িতে গিয়ে দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *