Darjeeling Tour : দার্জিলিঙে প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছে লেপার্ড! দেখুন রোমহর্ষক ভিডিয়ো – leopard captured in camera at the road side of tung darjeeling


চলছে পুরোদমে পর্যটনের মরশুম। আর এই পর্যটনের মরশুমে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই ব্যাপক পরিমাণ পর্যটকদের ভিড়। কেউ যাচ্ছেন উত্তরে পাহাড় দেখতে। কেউ আবার ভিড় করছেন সাগর সৈকতে। ধরুন আপনি দার্জিলিঙের বেড়াতে গিয়েছেন, আর সেখানে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য ও ম্যাল রোডের পরিবেশ উপভোগ করছেন। কিন্তু ধরুন আপনি দার্জিলিঙের রাস্তা দিয়ে গাড়িতে করে যাচ্ছেন, আর হঠাৎই রাস্তার ধারে কোনও হলুদ-কালো ডোরা কাটা কোনও প্রাণীকে দেখতে পেলেন, তাহলে ঠিক কেমন মনে হবে? নিশ্চয় আনন্দে আত্মহারা হয়ে উঠবেন। এবার ঠিক তেমনটাই ঘটল এই পর্যটন স্থানে।

রাস্তার ধারে দাঁড়িয়ে লেপার্ড
এবার দার্জিলিঙের রাস্তায় দেখা মিলল লেপার্ডের। শীতের সন্ধ্যায় টয় ট্রেনের লাইনের পাশেই দেখা মিলল লেপার্ডটির। যদিও কিছুক্ষণের মধ্যেই লেপার্ডটি ফের জঙ্গল ঢুকে পড়ে। জানা গিয়েছে, বুধবার রাতে দার্জিলিঙের টুং স্টেশনের কাছেই টয় ট্রেন লাইনের পাশে লেপার্ডটি জঙ্গল থেকে বেরিয়ে আসে। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল কয়েকটি গাড়ি। যাত্রীরা গাড়ি থামিয়ে লেপার্ডটিকে ক্যামেরা বন্দি করেন।

মাঝেমধ্যেই দেখা যায় লেপার্ড

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, পাহাড়ি রাস্তায় মাঝেমধ্যেই লেপার্ডের দেখা মেলে। শিকারের খোঁজে জঙ্গল ছেড়ে সন্ধ্যার পর লেপার্ডগুলি বেরিয়ে আসে। এর আগেও দার্জিলিংগামী রাস্তায় বহুবার লেপার্ডের দেখা মিলেছে। আর এবার ফের একবার লেপার্ড ধরা পড়ল ক্যামেরার ফ্রেমে। ইতিমধ্যেই সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, দক্ষিণবঙ্গের সুন্দরবন অঞ্চল রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য সারা পৃথিবীজুড়ে বিখ্যাত। রাজ্যের বিভিন্ন জেলা থেকে তো বটেই, এমনকী অন্যান্য দেশ থেকেও রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে ভিড় জমান পর্যটকরা। সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাঝেমধ্যেই জঙ্গল থেকে লোকালয়ে বাঘ চলে আসার খবর পাওয়া যায়। কখনও কখনও তা রীতিমতো বিপজ্জনক হয়ে ওঠে। এছাড়া সুন্দরবন অঞ্চলে অনেক সময় জঙ্গলে মাছ ধরতে গিয়ে বা কাঠ-মধু সংগ্রহ করতে গিয়েও অনেকর মৃত্যু হয়।

Darjeeling Mall: দার্জিলিং ম্যালে মার্কেট তৈরির প্ল্যান, পুরসভার বিরুদ্ধে FIR
মাত্র দিন কয়েক আগেই বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা এলাকায়। উপেন্দ্রনগর ও শ্রীধরনগরের কাছে ২টি বাঘের দেখা মিলেছে বলে খবর ছড়িয়ে পড়ে এবাকায়। আতঙ্কে ঘুম উড়ে যায় এলাকাবাসীর। সন্ধ্যের পর আর বাইরে বেরোতে চাইছিলেন না মানুষজন। এরপর আসরে নামে বনদফতর। বনকর্মীদের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় বাঘটিকে জঙ্গলে ফেরনো যায়। আপাতত স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *