Gas Aadhaar Link : গ্যাসের আধার বায়োমেট্রিক লিঙ্কে টাকা নেওয়ার অভিযোগ, তুলকালাম দুর্গাপুরে – gas aadhaar link dealer allegedly demanding money at ukhra durgapur


নতুন নিয়ম অনুযায়ী গ্যাসে ভর্তুকি পেতে হলে আধার কার্ডের বায়োমেট্রিক লিঙ্ক বাধ্যতামূলক। তাই বিভিন্ন জায়গায় সম্প্রতি শুরু হয়েছে আধার যোগের প্রক্রিয়া। তবে এরই মাঝে তৈরি হয়েছে নয়া সমস্যা। কিছু কিছু জায়গায় আধার যোগের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। বৃহস্পতিবার এমনই এক অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সংলগ্ন উখড়া গ্রামের নতুন হাটতলা এলাকায়।

জানা গিয়েছে, বিগত চার-পাঁচ দিন ধরে নতুন হাটতলায় একটি দোকানের বাইরে উজ্জ্বলা গ্যাসের ভর্তুকির জন্য আধার যোগের কাজ শুরু হয়েছে। অস্থায়ী ক্যাম্প করে চলছে ওই কাজ। অভিযোগ, ওই ক্যাম্পে প্রতি গ্রাহকের কাছ থেকে আধার যোগের নামে ৪০ টাকা করে নেওয়া হচ্ছে। আর শুধু তাই নয়, টাকা নেওয়ার পর তার কোনও রশিদও দেওয়া হচ্ছে না। এই রশিদ না দেওয়ার কারণেই সন্দেহ হয় গ্রাহকদের। এরপর খোঁজ নিয়ে গ্রাহকরা জানতে পারেন আধার লিঙ্কের জন্য কোনও টাকা লাগে না। তারপরেই টাকা ফেরত দেওয়ার দাবিতে সরব হন গ্রাহকদের একাংশ। ক্যাম্পে ছড়ায় উত্তেজনা।

স্থানীয় গ্রাহক সীমা রুইদাস, নাসরিন খাতুনদের দাবি, আধার যোগের জন্য ৪০ টাকা করে তাঁদের কাছে নেওয়া হয়েছে বিনিময়ে কোন রশিদ দেয়নি ওই ডিলার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উখড়া ফাঁড়ির পুলিশ। উজ্জ্বলা গ্যাসের ডিলার বিশ্বজিৎ মাঝি ও ডিলারের কর্মী নির্মল কুমার ঠাকুরকে আটক করে উখড়া ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। অভিযুক্ত আটক ডিলার বিশ্বজিৎ মাজি বলেন, ‘ক্যাম্পটি আয়োজন করেছে একটি স্বনির্ভর গোষ্ঠী । কেন টাকা নেওয়া হয়েছে সেটা তারাই বলতে পারবে।

এই বিষয়ে উখড়ার পঞ্চায়েত প্রধান মীনা কোল বলেন, ‘এর জন্য তো কোনও টাকা লাগবে না। আমার কাছে খবরও ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে এলাম। শুনলাম পুলিশ এসে তাঁদের নিয়ে গিয়েছে। আমি যাচাই করছি, তেমন হলে অভিযোগ করব।’

প্রসঙ্গত, রান্নার গ্যাসের ভর্তুকি চালু রাখতে হলে অবশ্যই সেরে ফেলতে হবে আধার কার্ডের বায়োমেট্রিক লিঙ্ক। বায়োমেট্রিক আপডেটের সরকারি ডেডলাইন হল ৩১ ডিসেম্বর। তার মধ্যে আধার লিঙ্ক করতে না পারলে, বন্ধ হয়ে যেতে পারে রান্নার গ্যাসের ভর্তুকি। তবে এর জন্য কোনও টাকা দিতে হবে না। তাই যদি এখনও রান্নার গ্যাসের জন্য বায়োমেট্রিক আপডেট করা না হয়ে থাকে, তাহলে তা অবশ্যই সেরে ফেলা প্রয়োজন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *