এই সময়: নতুন বছরে আরও জোরদার হচ্ছে রাজ্য প্রশাসনের হেড কোয়ার্টার নবান্নের নিরাপত্তা। সংসদে স্মোক ক্যানিস্টার নিয়ে অনুপ্রবেশের ঘটনার পরেই পুলিশি নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছিল। নিরাপত্তা বলয়ের সব ক’টি স্তর ঢেলে সাজা হয়। মোতায়েন করা হয় আরও পুলিশ কর্মী।
এর উপর আবার গত সপ্তাহে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের দিন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আচমকা ভিআইপি গেট দিয়ে সরাসরি নবান্নে ঢুকে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করতে চলে যান। কীভাবে তিনি ওই গেট দিয়ে ঢুকলেন, তা নিয়ে বিতর্ক শুরু হয়।
এর উপর আবার গত সপ্তাহে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের দিন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আচমকা ভিআইপি গেট দিয়ে সরাসরি নবান্নে ঢুকে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করতে চলে যান। কীভাবে তিনি ওই গেট দিয়ে ঢুকলেন, তা নিয়ে বিতর্ক শুরু হয়।
এর পরেই নবান্নের কর্মীদের কার্ড পাঞ্চ করে নবান্নে ঢোকার বন্দোবস্ত করা হয়। বুধবার সিদ্ধান্ত হয়েছে, নবান্নের সব কর্মীকে অ্যাকসেস কার্ড দেওয়া হবে। সেই কার্ড ব্যবহার করেই তাঁদের নবান্নে ঢুকতে হবে।