জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আবার চর্চায় বলিউড অভিনেতা রণবীর কাপুর। তবে একেবারে পারিবারিক অনুষ্ঠানেই করে বসলেন ভুল। সম্প্রতি কাপুর পরিবারের ক্রিসমাস সেলিব্রেশনে স্ত্রী আলিয়া ভাট এবং মেয়ে রাহাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। ক্রিসমাসের একটি রীতি পালন করতে গিয়ে ঘটে সমস্যা।
আরও পড়ুন: Mahiya Mahi: ভোটের ময়দানে মাহিয়া মাহি, অভিনেত্রীকে জুতো পেটার হুমকি বিরোধী সমর্থকের…
মেয়ে রাহাকে প্রথমবার ক্যামেরার সামনে আনার জন্য ইতিমধ্যেই খবরের শিরোনামে আছেন রণবীর এবং আলিয়া। কাপুর পরিবারের বড়দিন উদযাপনে উপস্থিত থাকেন পরিবারের প্রায় সকলেই। পরিবারের সকলের সঙ্গে সময় কাটানোই এইদিনের মূল লক্ষ্য। ক্রিস সেলিব্রেশনের একটি রীতি হল পুডিং-এর ওপর মদ ঢেলে তাতে আগুন লাগিয়ে, তারপর সেই কেক কাটা।
এই দিন কাপুর পরিবারেও ছিল সেই আয়োজন। ক্রিসমাস স্পেশাল পুডিং-এর মধ্যে মদ ঢালার পর সেই পুডিং-এ আগুন লাগাতে দেখা যায় রণবীরকে। কিন্তু সমস্যাটা হয় যখন রণবীর পুডিং কাটার মূহুর্তে ‘জয় মাতা দি’ বলে ওঠেন।
আরও পড়ুন: Sharmila Tagore: আড়ালেই জিতেছেন ক্যানসার যুদ্ধ! প্রথমবার সেই অভিজ্ঞতা জানালেন শর্মিলা ঠাকুর
সঞ্জয় তিওয়ারী নামক এক ব্যক্তি অভিনেতার নামে থানায় এফআইআর করেছেন বলে জানা যাচ্ছে। তিনি বলেছেন, হিন্দু ধর্মে আমরা সব দেবতার আগে অগ্নি দেবতাকে পুজা করি। আরসেই অগ্নির দেবতার সঙ্গেই মদ জড়িয়ে কাপুর পরিবার ভুল করেছে। তারথেকেও বড় কথা অন্য ধর্মের রীতি রালন করার সময় আমাদের ভগবানের নাম নেওয়ার কোনও কারণ নেই। সঞ্জয় তিওয়ারী তাঁর উকিলদের সাহায্যে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানা যাচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)