Weather Winter Forecast : শীতের পথে কাঁটা বৃষ্টি! নিউ ইয়ারে কি কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুর্যোগ? – south bengal temperature may go up till 31 december no possibility of rainfall


পৌষের শুরুতে শীতের ঝাঁঝ তো দূরে থাক, ‘সুড়সুড়ি’টুকু নেই। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বাইরে থেকে একটু ছুটে বা দৌড়ে এলেই বিরক্তি চেপে ফ্যান চালাচ্ছেন অনেকেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই বছর কি আর জম্পেশ শীতের দেখা পাওয়া যাবে? কবে কামব্যাক শীতের? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?

কলকাতায় আরও বাড়ল তাপমাত্রা
গত কয়েকদিন ধরেই শহর কলকাতার তাপমাত্রা ঊর্ধ্বমুখী। স্বাভাবিকের থেকে দুই-তিন ডিগ্রি বেশি থাকছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৫৪ শতাংশ।

সকালের দিকে আকাশ কিছুটা কুয়াশাছন্ন থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতাও বাড়তে থাকে। এদিকে তাপমাত্রার এই ঊর্ধ্বমুখী পারদে অনেকেরই আশঙ্কা, তবে কি বৃষ্টিপাত বা দুর্যোগের কোনও সম্ভাবনা রয়েছে? নতুন করে কোনও ঘূর্ণাবর্ত কি তৈরি হতে পারে?

দোরগোড়ায় নিউ ইয়ার ইভ ও নিউ ইয়ার সেলিব্রেশন। উৎসবের প্রাক মুহূর্তে কি ফের বেয়াড়া হবে আবহাওয়া? যদিও এই আবহবিদরা এই নিয়ে কিছুটা হলেও আশার কথা শোনাচ্ছেন। তাঁদের কথায়, আপাতত নতুন কোনও সিস্টেম রাজ্যের উপর নেই। ফলে বৃষ্টিপাতের সম্ভাবনাও আপাতত থাকছে না।

কেন উধাও শীত? কবে জাঁকিয়ে ঠান্ডা পড়বে?

কনকনে ঠান্ডার বদলে তাপমাত্রা বাড়তে থাকার কারণে হতাশ শীতপ্রেমীরা। কবে ফের শীতের নয়া ইনিংস শুরু হবে? জানতে চাইছেন তাঁরা।
আবহবিদদের কথায়, ‘বাংলাদেশে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আর সেই কারণেই রাজ্য়ে অবাধে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারছে না। তার জায়গায় বঙ্গে প্রবেশ করছে পুবালি হাওয়া। পাশাপাশি জলীয় বাষ্পও রাজ্যে প্রবেশ করায় তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ছে এবং জাঁকিয়ে শীত পড়ছে না। চলতি সপ্তাহে হাওয়া বদলের কোনও সম্ভাবনা নেই। নতুন সপ্তাহ থেকে ধীরে ধীরে বদলাতে পারে আবহাওয়া। ঠান্ডাও পড়বে বলে জানা যাচ্ছে।

কেমন থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আপাতত উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি ঠান্ডা অনুভূত হবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম। তবে পাহাড়ের পরিবেশ বেশ মনোরম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *