Child Death : দিদির কোল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক শিশুর, মর্মান্তিক ঘটনা রায়গঞ্জে – child death accidently fallen from lap of her elder sister at raiganj uttar dinajpur


দিদির কোল থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক শিশুর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। মৃত শিশুর নামে শামিমা খাতুন। অসাবধানতাবশত শিশুটি তার দিদির কোল থেকে পড়ে যায় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। পড়ে আঘাত পাওয়ার পর শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও শেষরক্ষা হয়নি।

কী জানা যাচ্ছে?

দিদির কোল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল চার মাসের শিশুর।‌ জানা গিয়েছে, শিশুটির বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের করণদিঘি থানার আলতাপুর গ্রাম পঞ্চায়েতের সাবধান সংলগ্ন কেশবপুর গ্রামে। গোটা ঘটনায় পরিবারে শোকের ছায়া। শিশুটির মৃত্যুর ঘটনায় রায়গঞ্জ থানা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

কী ভাবে ঘটল ঘটনা?

পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল নয়টা নাগাদ চার মাসের ওই শিশুটি তার দশ বছরের দিদির কোলে ছিল। শিশুটিকে নিয়ে তাঁর দিদি শোবার ঘর থেকে বাইরে বেরিয়ে আসছিল। বারান্দার সিঁড়ি থেকে নামার সময় দিদির হাত ফস্কে কোল থেকে পড়ে যায় শিশুটি। শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে। শিশুটি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। বাড়িতে জানাজানি হতেই হইচই পড়ে যায়।

পরিবারের লোকজন তৎক্ষণাৎ শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। প্রথমে ওই শিশুটিকে রসাখোয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবার তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল শিশুটিকে আইসিসিইউতে স্থানান্তরিত করা হয়। শিশুটির চিকিৎসা চলছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পরেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

রাগ করে ঘরছাড়া, ১৩ বছর পর ২ সন্তানের সঙ্গে মায়ের মধুর মিলন
পরিবার কী বলছে?

শিশু মৃত্যু নিয়ে তাঁর বাবা নাজিমুদ্দিন শেখ জানান, শিশুটি তাঁর দিদির সঙ্গেই ছিল। দিদিও বয়সে অনেক ছোট বলে টাল সামলাতে পারেনি। সিঁড়িতে পা পিছলে গেল শিশুটি কোল থেকে পড়ে যায়। তবে শিশু মৃত্যুর ঘটনা নিয়ে রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। শিশুটির মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছে গোটা পরিবার। দশ বছরের দিদির হাতে শিশুটিকে ছাড়ার আগে কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত ছিল বলে জানাচ্ছেন অনেকেই। কিছুটা সাবধানতা অবলম্বন করলে এরকম মর্মান্তিক ঘটনা ঘটতো না বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *