ডবল ইঞ্জিনের প্রতিশ্রুতি
শুক্রবার মন্দারমণি দাদনপাত্রবাড় সংলগ্ন এলাকায় বিজেপি বুধ ভিওিক কার্যকর্তাদের কর্মী সম্মেলন উপস্থিত ছিলেন শুভেন্দু। সেখানেই তাঁর প্রতিশ্রুতির তালিকায় বিশেষ জায়গা করে নেয় কর্মসংস্থানের কথা। শুভেন্দু বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে ৩০ লাখ রাজ্য সরকারের শূন্যপদ আমরা পূরণ করব। এছাড়া ৬ লাখ শূন্যপদ রাজ্য সরকার অবলুপ্ত করেছে, তা পুনর্জীবিত করব।’ তবে এখানেই শেষ নয়, ‘ডবল ইঞ্জিন’ সরকার হলে হেঁসেলের খরচাতেও অনেকটা লাগাম টানা হবে বঙ্গবাসীর।
আর কী বললেন শুভেন্দু?
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বারংবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বিজেপিকে তুলোধোনা করে। সেই ক্ষতে প্রলেপ লাগানোর চেষ্টা করেন শুভেন্দু। তিনি বলেন, ‘রাজস্থান সরকারের মতো আমরাও ৪৫০ টাকায় গ্যাস দেব।’ সম্প্রতি, বিধানসভা নির্বাচনে রাজস্থানে বিজেপি জয়লাভের পর উজ্জ্বলা গ্যাসের আওতায় উপভোক্তাদের গ্যাসের ৪৫০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সুযোগ মিলবে বাংলাতেও, দাবি নন্দীগ্রামের বিধায়কের।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন, ‘২০১৪ সালের আগে ওই পরিবার একবারও বিদেশ যেতো না। ভাইপো এখন চারবার বিদেশ যায়!’ কয়েকদিন আগে বন্দ্যোপাধ্যায় পরিবারের বিবাহ খরচ নিয়েও প্রশ্ন তুলেন তিনি। পরিবারতন্ত্রের বিরোধিতা করে তিনি বলেন, ‘ওই পরিবার সারা বাংলাকে শোষণ করেছে। আমাদের কোন কিছু হলে ভুবনেশ্বরে এমস হাসপাতালে যেতে হয়! বিজেপিকে ভোট দিন, বাংলায় আয়ুসমান ভারতের সুযোগ দিন।’
পাশাপাশি, সমুদ্র উপকূল এলাকায় ঘূর্ণিঝড় নিয়েও প্রশ্ন তুলে তিনি। আমরা ঝড়ে বিপর্যস্ত হই! ধান জমি থেকে সবজি ক্ষতিগ্রস্ত হয়, আমরা কিন্তু প্রধানমন্ত্রী ফসল বীমা আওতায় পাই না! তাঁর কথায়, আমাদের অভিযোগের ভিত্তিতে গ্রামীণ আবাস যোজনা থেকে প্রধানমন্ত্রী সড়ক যোজনা করেছে। সব জায়গাতে দুর্নীতি করেছে। রেশনে দুর্নীতি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীরা আসল চালগুলো চুরি করে বাজারে বিক্রি দিয়েছে।
পাশাপাশি, এদিন কাঁথি পুরসভার নিয়েও মুখ খোলেন বিরোধী দলনেতা তিনি বলেন, ‘কাঁথিতে কোন ওয়ার্ডে ভোট হয়নি৷ আমার পিতৃদেব পুরপ্রধান ছিল। কাঁথিতে কীভাবে ভোট লুট করা হয়েছে! তৃণমূলের গোষ্ঠীর মধ্যে গুঁতোগুঁতি শুরু হয়েছে। কাঁথিতে পুরপ্রধানকে বলছে পদত্যাগ করতে! পুরপ্রধান বলছে পদত্যাগ করিব না’