Abhishek Banerjee : ডায়মন্ড হারবারে ‘সীমাবদ্ধ’? অভিষেকের ‘রুদ্ধ সংগীত’ শুনে এলেন ব্রাত্যরা – abhishek banerjee tmc mp wants to campaigning only in diamond harbour for lok sabha election 2024


তৃণমূলের অন্দরে আদি-নব্য দ্বন্দ্ব কি চরমে? বিতর্ক বর্ধিত না করতে নিজেকে ‘একঘরে’ করছেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ? জোর জল্পনা দলের অন্দরে। আগামী লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে ডায়মন্ড হারবার কেন্দ্রে সীমাবদ্ধ রাখতে চান, অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রে এমন একটি খবর ছড়িয়ে রাজ্য রাজনীতিতে। যা নিয়ে শুরু গুঞ্জন।

বৈঠকে নেতৃত্ব

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শনিবার সন্ধ্যায় বৈঠক করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, মন্ত্রী পার্থ ভৌমিক, ব্রাত্য বসু, তাপস রায় সহ একাধিক নেতা। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে চলে সেই বৈঠক। সূত্রের খবর, তৃণমূলের এই শীর্ষ নেতৃত্ব অভিষেককে দ্বিতীয় নবজোয়ার যাত্রা করার ব্যাপারে অনুরোধ করেছেন। তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, তিনি আগামী লোকসভা নির্বাচনে নিজেকে শুধুমাত্র তাঁর লোকসভা কেন্দ্রে সীমাবদ্ধ রাখতে চাইছেন।

কেন এমন সিদ্ধান্ত?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ঘনিষ্ঠ সূত্র বলেছে, একশো দিনের প্রকল্প সহ রাজ্যের বকেয়ার দাবি নিয়ে গত কয়েকমাসে ফ্রন্টফুটে খেলছিলেন অভিষেক। আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন তিনি। তবে সেই আন্দোলনে কিছুটা লাগাম টানা হয়েছে। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র ও রাজ্য সমন্বয় কমিটি গঠন করা হবে। সেক্ষেত্রে আপাতত বিজেপির বিরুদ্ধে নতুন আন্দোলনের কর্মসূচি তৈরি করেনি তৃণমূল। সেখানেই কিছুটা ক্ষুন্ন হয়েছেন অভিষেক।

নেতাজি ইন্ডোর বিতর্ক

গত মাসেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের পঞ্চায়েত স্তরের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে কোনও জায়গায় দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার। এরপরেই বিষয়টি নিয়ে মুখ খোলেন দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। আদি-নব্যের দ্বন্দ্বের বাড়তি মাত্রা যোগ হয় তারপর থেকেই। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে ফিরেও নতুন কিছু বলতে শোনা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

Trinamool Congress : হাত ধরবে কি জোড়াফুল, বাংলায় রাজনীতিতে মিস্ট্রি
তৃণমূল কী বলছে?

যদিও এদিন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, ‘ আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরেকবার নবজোয়ার যাত্রার আয়োজনের জন্য বলেছিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা মানুষের সামনে তুলে ধরতে তাঁকে এই অনুরোধ জানানো হয়েছিল। এই বয়সে সরকারের কাজ সামলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তো এই প্রচার কর্মসূচি করা সম্ভব নয়। সেই কারণেই তাঁকে বার্তা বাহক হিসেবে মাঠে নামতে অনুরোধ করা হয়েছে।’ তবে আদি-নব্য দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *