Durgapur Development Authority : দুর্গাপুর সিটি সেন্টার লাগোয়া এলাকায় পার্কিংয়ের নামে জুলুমবাজি! ‘প্রভাবশালী যোগ’-এর অভিযোগ – durgapur agency is allegedly taking money illegally in the name of parking avoiding durgapur development authority guidelines


দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে জনবহুল এলাকায় পার্কিং-এর নামে জুলুমবাজির অভিযোগ। শীতের মরশুমে পিকনিকের আমেজে সাধারণ মানুষ। কিন্তু, এই সময় পর্যটকদের থেকে অবৈধভাবে পার্কিং ফি বাবদ টাকা তোলার অভিযোগ উঠেছে। তাও আবার সরকারি গাড়ি পার্কিং ব্যবহার করে। পার্কিংয়ের টিকিটেও লেখা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) নাম।

অভিযোগ স্বীকার করে এডিডিএ-র বক্তব্য, একটি বেসরকারি সংস্থাকে পার্কিংয়ের জন্য বরাত দেওয়া হয়েছিল। কিন্তু, তাদের বিরুদ্ধে নির্ধারিত পার্কিং মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ সামনে আসে। তাই সংশ্লিষ্ট সংস্থাকে শো কজ করা হয়। ওই সংস্থার মাথায় ‘প্রভাবশালী’-দের হাত থাকার অভিযোগও উঠেছে।

এডিডিএ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিটিসেন্টার চত্বরে সরকারি জমিতে অবৈধভাবে দোকানপাট গজিয়ে উঠেছিল। কয়েকমাস আগে এডিডিএ কর্তৃপক্ষ দোকানপাট উচ্ছেদ করে নিজেদের জমি দখল নেয়। সেই সময়ই রাস্তার পাশে ওই জমি পার্কিং জোন করে এডিডিএ। পার্কিং জোনের টেন্ডার করা হয়।

সেই সময় একটি বেসরকারি সংস্থা টেন্ডার পায়। পার্কিং জোনে এডিডিএ লেখা সাইনবোর্ডও টাঙানো হয়। একটি বেসরকারি ওয়াটার পার্কের সামনে ওই সাইনবোর্ডগুলি একাধিক গাছে পেরেক ঠুকে সাঁটানো হয়। এই ঘটনার নিন্দা করেছেন প্রকৃতিপ্রেমী সোমনাথ লাহা।

গাছের গায়ে এভাবে ‘ক্ষত’ করে সাইনবোর্ড সাঁটানো অমানবিক বলে আখ্যা দিয়েছেন তিনি। এদিকে বরাত পাওয়ার পর সংশ্লিষ্ট সংস্থা অবশ্য থেমে নেই। ওই পার্কিং জোনে পার্কিং-এর ধার্য্য মূল্যের তালিকা এডিডিএ-এর সাইনবোর্ড বসানো রয়েছে। সেখানে বলা হয়েছে বাইসাইকেল রাখার জন্য তিন ঘণ্টায় তিন টাকা দিতে হবে। বাইকের জন্য তিন ঘণ্টায় দশ টাকা দিতে হবে এবং গাড়ির ক্ষেত্রে তিন ঘণ্টায় ২০ টাকা ধার্য্য করা হয়েছে। এডিডিএ-র ওই দামের তালিকা থেকে কেবলমাত্র টাকার সংখ্যাগুলি সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

আর এভাবেই পার্কিং করতে আসা গাড়ি চালকদের কাছে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে। কোনও গাড়ি পার্ক করতে গেলে ন্যূনতম ছয় ঘণ্টার পার্কিং চার্জ নিচ্ছে ওই সংস্থা, অভিযোগ এমনটাই। চারচাকা গাড়ির ক্ষেত্রে নেওয়া হচ্ছে ৪০ টাকা এবং ২০ টাকা নেওয়া হচ্ছে বাইকের ক্ষেত্রে অভিযোগ এমনটাই। এডিডিএ-র নির্ধারিত পার্কিং মূল্যের তালিকা মুছে দিয়ে এভাবেই রমরমিয়ে চলছে অবৈধ পার্কিং কারবার, এমনটাই অভিযোগ উঠেছে।

এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ ওই সংস্থার বিষয়ে অভিযোগ পেয়েছিলাম। তাদের শোকজ করা হয়েছে। এরপরেও অবৈধভাবে পার্কিং ফি নেওয়া হচ্ছে। সংস্থার সঙ্গে কোনও প্রভাবশালী যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *