Mohan Bhagwat : কলকাতায় আরএসএস প্রধান মোহন ভাগবত, বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক ঘিরে শুরু জল্পনা – rashtriya swayamsevak sangh chief mohon bhagwat came kolkata to meet several delegates


দু’দিনের জন্য কলকাতা সফরে এলেন আরএসএস প্রধান মোহন ভগবত। শনিবার ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল‌্যাণ চৌবে, প্রাক্তন সিবিআই অধিকর্তা উপেন বিশ্বাস সহ একাধিক বিশিষ্ট জনের সঙ্গে দেখা করেন তিনি। শাহ – নাড্ডার‌ পর তাঁর বঙ্গ সফর নিয়ে নতুন করে তৈরি হয়েছে জল্পনা।

টানা দু’দিন রাজ্যে সাংগঠনিক কর্মসূচি রয়েছে মোহন ভাগবতের। তবে তাঁর সফরের মাঝেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে। মূলত, প্রাক্তন সিবিআই অধিকর্তা উপেন বিশ্বাস, ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল‌্যাণ চৌবে-সহ বেশ কয়েকজন শিল্পী-বুদ্ধিজীবী-শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকের জন্যে তৈরি হয়েছে জল্পনা। রাজ্যের বিশিষ্টজনদের নিয়ে বৈঠকে পেছনে কি রয়েছে আগামী লোকসভার নির্বাচনের কোনও সূত্র। শুরু হয়েছে গুঞ্জন।

জানা গিয়েছে, প্রবীন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যেতে পারেন ভাগবত। এখানে বলে রাখা প্রয়োজন, বেশ কয়েক বছর আগে কলকাতা উত্তর-পশ্চিম আসন থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী‌ হয়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। তিনিই ছিলেন এই রাজ্যের বিজেপির প্রথম তারকা প্রার্থী। এর পাশাপাশি ভিক্টর দীর্ঘ সময় সঙ্ঘ পরিবারের সংগঠন ‘সংস্কার ভারতী’র রাজ্য সভাপতিও ছিলেন।

যদিও, শনিবার মোহন ভাগবতের সঙ্গে বৈঠকের পর প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস জানিয়েছেন, রাজনীতি সংক্রান্ত কোনও বিষয় তাঁর সঙ্গে কোনও আলোচনা হয়নি। মূলত, আধ্যাত্মিক বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে। সৌজন্য সাক্ষাতের কারণেই তিনি এসেছেন বলে দাবি করেছেন উপেন বিশ্বাস।

স্বামী বদলের পরম্পরা পেরিয়ে মুসলিম মহিলাদের চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছে, বেফাঁস RSS নেতা
শনিবার দুপুরে কলকাতায় পৌঁছন আরএসএস প্রধান মোহন ভাগবত। তবে এই সপ্তাহের শুরুতেই বঙ্গ সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। কলকাতায় দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেছিলেন তার। এরপরই কলকাতা সফরে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। রবিবার কলকাতা থেকে ফিরে যাবার কথা তাঁর।
জানা গিয়েছে, এই সফরে রাজ‌্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অমিতাভ চক্রবর্তী ও অন্যান্য শীর্ষ নেতৃত্ব এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয় বৈঠক হবে ভাগবতের। সেই বৈঠকে বাংলার রাজনৈতিক পরিস্থিতি, লোকসভা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কিত নানা আলোচনা হতে পারে। লোকসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে আরএসএসের সমন্বয় এবং প্রচার কৌশল নিয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি, সংঘের কর্তাদের সঙ্গেও তিনি বৈঠক করতে পারেন বলে মনে করা হচ্ছে। যা নিয়ে রাজনৈতিক মহলেও গুঞ্জন চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *