কী ঘটনা?
পূর্ব বর্ধমান জেলার কালনাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। গ্রামে টিউবওয়েল না বসিয়ে প্রায় ৫ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চায়েতের বিরুদ্ধে। কালনা এক নম্বর ব্লকের নান্দাই পঞ্চায়েতের ছয়টি জায়গায় পুরনো টিউবওয়েল সরিয়ে নতুন কল বসানোর কাজের টেন্ডার বের হয়। দেখা যায় সেই কাজ বাবদ ৪ লাখ ৬৭ হাজার ৩৭৮ টাকা পঞ্চায়েত থেকে ঠিকাদারকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বদলে এলাকায় বসেনি কোনও টিউবওয়েল।
টিউব ওয়েল না বসায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, নতুন করে কল না বসিয়েই এই টাকা দিয়ে দেওয়া হয়েছে। এরপর গ্রামবাসীরা বিডিও, মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। যে টিউবওয়েলগুলি সারানোর জন্য টাকা তোলা হয়েছে, সেগুলির কোনটাই সারানো হয়নি বলে অভিযোগ। এদিকে এই কল দেখিয়ে তুলে নেয়া হয়েছে কয়েক লাখ টাকা। যদিও গোটা বিষয়টি জানা নেই বলে দাবি কর্তৃপক্ষের। অন্যদিকে তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন।
স্থানীয় বাসিন্দা শান্তনা বাগ বলেন, ‘আমাদের এখানকার কলগুলি সারানো হয়নি। আমরা জল পাইনি। আমাদের পাশের স্কুল থেকে জল নিয়ে আসতে হয়। এবার স্কুল কর্তৃপক্ষ আমাদের বাধা দিচ্ছে। জল না পেয়ে আমরা সমস্যার মধ্যে রয়েছি। কোনও নতুন কলও বসানো হয়নি। গ্রামের মানুষ যদি বিপদে পড়ে তখন কী হবে?’ গ্রামের উপপ্রধান জানিয়েছেন, তাঁর বিষয়টি জানা নেই।
কী বক্তব্য প্রশাসনের?
কালনার বিডিও বলেন, ‘আমাদের কাছে অভিযোগ এসেছে। ওই গ্রাম পঞ্চায়েতে যে অফিসার রয়েছেন তাঁকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলা হয়েছে। তদন্ত করে তিনি বিষয়টি দেখবেন। অভিযোগকারী ও অভিযুক্তদের সঙ্গে কথা বলা হবে। যদি অভিযোগের কোনও সত্যতা থাকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনগণের টাকা মানুষের জন্যই খরচ করতে হবে। আপনার নিশ্চিন্তে থাকুন, অভিযোগের সত্যতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’