Suvendu Adhikari : ‘ফাইল তৈরি করুন’ সংখ্যালঘু অধ্যুষিত আসনে জয় কী ভাবে? কর্মীদের বিশেষ টাস্ক শুভেন্দুর – suvendu adhikari bjp leader special instructions to workers for lok sabha election 2024


নিজ দায়িত্বে রাজ্যের সাংগঠনিক শক্তি বাড়িয়ে লোকসভা নির্বাচনের লড়াইয়ের ব্যাপারে নির্দেশ দিয়ে গিয়েছেন বিজেপি জাতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহরা। ভোটের আগে অপেক্ষাকৃত দুর্বল আসনগুলির দিকে নজর দিচ্ছে বিজেপি। মূলত, সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে বিজেপি ভোট বাড়বে কী করে? উপায় জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার বসিরহাট এলাকায় বুথ সভাপতিদের নিয়ে সভা করেন শুভেন্দু

কী জানালেন শুভেন্দু?

শুভেন্দু এদিন বুথের সভাপতিদের দায়িত্ব দিয়ে যান কিছু পরিসংখ্যান তৈরি করার ব্যাপারে। ২০১৯ সাল থেকে বিধানসভা, পঞ্চায়েত, লোকসভা স্তরে যত ভোট হয়েছে, সেখানে বুথের হিসেব কাটাছেঁড়া করার ব্যাপারে বিশেষ নির্দেশ দেন তিনি। শুভেন্দু এদিন বলেন, ‘আমাকে একটি ফাইল তৈরি করে দেবেন আপনারা।’ কী থাকবে সেই ফাইলে?

কী টাস্ক দিলেন?

বুথ সভাপতিদের উদ্দেশে শুভেন্দু জানান, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে কোন, কোন আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতেছে, এরপর ২০১৯ লোকসভা নির্বাচনে কোথায় ৯০ শতাংশ ভোট তৃণমূল পেয়েছে, পরবর্তীকালে বিধানসভা এবং সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কোথায় বেশিরভাগ আসনে জিতেছে, ক্ষমতা দেখিয়ে বিজেপি বুথ সভাপতিদের জায়গা দেয়নি, সেই বুথের একটি তালিকা প্রস্তুত করে দিতে বলা হয়েছে।

শুভেন্দু এদিন বলেন, ‘এরপর এই বুথ গুলিতে যা যা ব্যবস্থা করার আমরা করবো।’ তিনি উদাহরণ দিয়ে জানান, নন্দীগ্রামের মতো আসন সংখ্যালঘু অধ্যুষিত হলেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই আসন থেকে পরাজিত করেছেন। সেক্ষেত্রে বসিরহাট-এর মতো আসনেও আগামী লোকসভা নির্বাচনে বিজেপির ভালো ফল করা সম্ভব বলে কর্মীদের আশ্বাস দেন তিনি।

তবে তালিকা নিয়ে কী হবে? শুভেন্দু অধিকারীর এদিন কর্মীদের উদ্দেশে বার্তা, ‘ এখানে ভয় মুক্ত পরিবেশ তৈরি করতে হবে? সেটাই দরকার তো? সেই ব্যবস্থার জন্য কী করতে হয় আমরা জানি।’ স্থানীয় এক বিজেপি নেতার কথায়, লোকসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানো হবে। তৃণমূলের শক্তি, আস্ফালন যে আসনগুলিতে বেশি সেখানে গায়ের জোরে যাতে বিজেপিকে আটকানো না হয়, সেই ব্যাপারেই নির্দেশ দিয়েছেন তিনি।

Suvendu Adhikari : ৩০ লাখ চাকরি থেকে ৪৫০ টাকায় রান্নার গ্যাস! ‘ডবল ইঞ্জিন’-এ কী মিলবে? জানালেন শুভেন্দু
পাশাপাশি, কর্মীদের উদ্দশে এখন থেকেই যে জায়গা গুলোতে বিজেপির শক্তি বেশি, সেখানে দেওয়ালে দলীয় চিহ্ন আঁকার কাজ শুরু করে দেওয়ার নির্দেশ দেন তিনি। তবে পালটা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় এক তৃণমূল নেতার কথায়, ‘ এর আগে বিধানসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছিল। মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়েছে। মানুষকে এসব বিভ্রান্তমূলক কথা বলে কোনও লাভ হবে না। বিধানসভার থেকেও লোকসভায় বেশি ভোটে তৃণমূল এখন থেকে লিড দেবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *