Trinamool Congress : হাত ধরবে কি জোড়াফুল, বাংলায় রাজনীতিতে মিস্ট্রি – tmc leader mamata banerjee says narendra modi led bjp can be defeated in bengal


এই সময়, কলকাতা ও নয়াদিল্লি: নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে বাংলায় জোড়াফুলই হারাতে পারবে বলে বৃহস্পতিবার জোর গলায় দাবি করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এটাও স্পষ্ট দিয়েছেন, জাতীয় স্তরে ‘ইন্ডিয়া’ জোট থাকলেও বাংলায় তৃণমূলই লড়াই করবে বিজেপির বিরুদ্ধে। যার প্রেক্ষিতে শুক্রবার কিঞ্চিৎ উষ্মাই যেন প্রকাশ পেল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্যে। যদিও রাহুল গান্ধীদের কোর্টে বল ঠেলে তিনি জানিয়েছেন, জোট নিয়ে যা বলার হাইকম্যান্ডই বলবে।

কিন্তু অধীর যেটা জানাতে ভোলেননি তা হলো, বিজেপি ও তৃণমূলের সঙ্গে লড়াই করেই তাঁর বহরমপুর থেকে জেতার পরম্পরা। বিজেপি বিরোধী জোট নিয়ে বৃহস্পতিবার দেগঙ্গায় মমতার বক্তব্যের প্রতিক্রিয়ায় এদিন অধীর বলেন, ‘আগেরবার ভোটেও বিজেপি আর তৃণমূলকে হারিয়ে আমি জিতেছি। একবার নয়, বারবার ওদের হারিয়ে এসেছি। প্রয়োজন পড়লে বারবার হারাব। এ সবে আমার কিছু ফারাক হয় না। জোট ধর্ম কেউ পালন করছেন কি না, সেটা তাঁর ব্যাপার। এ নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। দলের হাইকম্যান্ড জোট নিয়ে যা বলার বলবেন।’

তৃণমূল ও বিজেপিকে এক বন্ধনীতে ফেলে অধীরের এই লড়াইয়ের বর্ণনা ভালোভাবে নিচ্ছে না তৃণমূল। তারা মনে করছে, বিজেপিকে হারানোর লড়াইয়ে অধীর চৌধুরীর কোনও ভূমিকাই বাংলায় নেই। দলের মুখপাত্র কুণাল ঘোষ বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘২০২১-এর বিধানসভা নির্বাচনে লড়াইটা ছিল তৃণমূল বনাম বিজেপির। আর সিপিএমের সঙ্গে জোট করে প্রদেশ কংগ্রেস আলাদা লড়েছিল যাতে ভোট কেটে বিজেপিকে সুবিধা করা দেওয়া যায়।’

কুণালের সংযোজন, ‘কেন্দ্রের কংগ্রেস একটা নীতিতে চলছে। আর এ রাজ্যে অধীর চৌধুরীর কংগ্রেস মূলত বিজেপির বি টিমের ভূমিকা এতদিন ধরে পালন করে এসেছে।’ তাঁর মতে, প্রদেশ কংগ্রেসের প্রমাণ দেওয়া উচিত, তারা সত্যিই বিজেপি বিরোধী। এ প্রসঙ্গে কুণালের মন্তব্য, ‘অগ্নিপরীক্ষা দিয়ে প্রদেশ কংগ্রেস প্রমাণ করুক যে, তারা বিজেপির বি টিম নয়। বিজেপিকে হারিয়ে নিজেদের শক্তি প্রমাণ করেছে তৃণমূল। তাই প্রদেশ কংগ্রেসের কোনও আচরণে যেন মনে না হয়, তারা তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছে।’

অন্য কোনও দল নয়, শুধু তৃণমূলই বাংলায় বিজেপিকে পরাস্ত করতে পারে বলে বৃহস্পতিবার দেগঙ্গার কর্মিসভা থেকে দাবি করেছিলেন মমতা। মুখ্যমন্ত্রীর সেই বার্তার প্রতিক্রিয়া দেওয়ার দায়ভার দলের হাইকম্যান্ডের বলে এদিন জানিয়েছেন অধীর। যদিও বৃহস্পতিবার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, ‘বাংলায় কেউ কেউ গাঁয়ে মানে না, আপনি মোড়ল হওয়ার চেষ্টা করছেন। দেশে বিজেপিকে রুখছে কংগ্রেস। বাংলাতেও রুখবে কংগ্রেসই।’

‘ইন্ডিয়া’ জোটের শরিক সিপিএম যথারীতি এই ইস্যুতে অধীরের প্রতিই সমর্থন জানিয়েছেন। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বৃহস্পতিবারই সাফ জানিয়েছিলেন, ‘যারা তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সমানতালে লড়বে তাদের সঙ্গে আমরা আছি। যারা ওদের প্রতি দুর্বলতা দেখাবে, তাদের থেকে আমরা শত হস্ত দূরে থাকব।’

Mamata Banerjee : ভারতে ‘ইন্ডিয়া’ ই বঙ্গে লড়বে তৃণমূল
এদিন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মন্তব্য, ‘অধীরবাবু ঠিক কথাই বলেছেন। বহরমপুরে উনি বিজেপি এবং তৃণমূলের সঙ্গে লড়াই করে জিতেছেন। আমরা সমর্থন করেছিলাম।’ এদিকে, বিজেপি বলছে, বিরোধীদের জোট নিয়ে যত জট পাকবে, তাদের ততই লাভ। দিলীপ ঘোষের কথায়, ‘জোটের ভুলভুলাইয়া চলছে। দেখে মজা লাগছে। মানুষ ওদের চিনছে। আমরা বলছি, নো রাইট, লো লেফট, গো স্ট্রেট—বিজেপি।’

এরইমধ্যে কংগ্রেস সূত্রের খবর, নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করতে পারে তারা৷ এই কাজের দায়িত্ব তুলে দেওয়া হবে দলের স্ক্রিনিং কমিটির হাতে৷ কয়েক দিনের মধ্যেই লোকসভা নির্বাচনের স্ক্রিনিং কমিটি গঠন করা হবে৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইতিমধ্যেই নাগপুরে দলের প্রতিষ্ঠা দিবসে দেশের বিভিন্ন প্রান্তের প্রদেশ নেতাদের সঙ্গে একান্ত বৈঠকে অবিলম্বে বুথ ভিত্তিক দলীয় সংগঠন জোরদার করার নির্দেশ দিয়েছেন৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *