বিশৃঙ্খলা রুখতে কড়া নিরাপত্তা
থার্টি ফার্স্ট নাইটে বহু মানুষই থাকবে মত্ত অবস্থায়। তাই অশান্তি এড়াতে তৎপর দিঘা থানার পুলিশ। সরকারি নিয়ম অমান্য করে যদি কেউ কিছু করেন তাহলে অভিযোগের ভিত্তিতে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দিঘা থানার ওসি অভিজিৎ পাত্র। গভীর রাত পর্যন্ত মাইক বাজানো বা উচ্চগ্রামে ডিজে বাজানোর অভিযোগ জমা পড়লেই ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশের পক্ষ থেকে। রাতে এলাকায় কড়া পুলিশি নজরদারি থাকবে। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোষাকেও থাকবেন প্রচুর পুলিশ কর্মী। পুলিশের উইনার্স টিমের সদস্যরা বিভিন্ন এলাকায় ঘুরবেন। পর্যটক থেকে স্থানীয় মানুষ, প্রত্যেককেই পুলিশের বার্তা, সবাই নিজের মতো করে বর্ষবরণের আনন্দ উপভোগ করতে পারেন, তবে কোনওরকম অশান্তি ও বিশৃঙ্খলা যাতে না হয়, সেই দিকে নজর রাখা হবে।
নতুন বছরকে স্বাগত জানাতে শনিবার রাত থেকেই দিঘার সমুদ্র সৈকতে এসে হাজির হয়েছেন পর্যটকরা। রবিবারের সকাল থেকেই আনন্দে মেতে উঠতে শুরু করেছে তাঁরা। প্রায় সকলের মধ্যেই দেখা যাচ্ছে পার্টি মুড। সময় যত গড়াতে, ততই সেই মুডের পারদ চড়তে থাকবে বলে মনে করা হচ্ছে। তাই কারও আনন্দ যেন, অপরের অস্বস্তির কারণ না হয়, সেই দিকে কড়া নজর রাখতে প্রস্তুত পুলিশ।
চালু হচ্ছে নতুন কিয়স্ক
প্রসঙ্গত, নিউ দিঘা এবং দিঘা মোহনায় রয়েছে থানা। কিন্তু সমুদ্র সৈকত থেকে সেই থানা বেশকিছুটা দূরে অবস্থিত। তাই এবার ওল্ড দিঘার সৈকতাবাসের কাছেই সাগরের পাড়ে খোলা হচ্ছে নতুন পুলিশ কিয়স্ক। নয়া এই পরিকল্পনার কথা জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য এটি চালু হলে দিঘায় আগত পর্যটকরা কোনও অপরাধের শিকার হলে দ্রুত অভিযোগ জমা করতে পারবেন। আর দ্রুত অভিযোগ পেলে, পুলিশও ব্যবস্থা নিতে পারবে তাড়াতাড়ি।