রাজপরিবারের বর্তমান সদস্য সৌর্য্যপ্রসাদ গর্গ জানান, ‘রাজ্যের পর্যটন মানচিত্রে মহিষাল রাজবাড়ি একটি বিশেষ স্থান করে নিয়েছে। দেশ বিদেশের বহু পর্যটকের আনাগোনা ঘটে। এবার পর্যটকদের বর্ষবিদায় ও বর্ষবরণের আনন্দ দিতে বিশেষ আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। বছরের শেষ ও নতুন বছরের শুরু যাতে রাজবাড়িতে রাজার হালে কাটাতে পারেন, তার জন্যই আমাদের এই প্রয়াস।’
আয়োজনের দায়িত্বে থাকা দিগবিজয়ী পাল বলেন, ‘বর্ষবিদায় ও বর্ষবরণের মুহূর্তের আনন্দ নেওয়ার ইচ্ছা থাকলেও অর্থাভাব অনেকের স্বপ্নপূরণ হয় না। সেই সমস্ত মানুষের কথা ভেবে মহিষাদল রাজ পরিবার এই উদ্যোগ গ্রহন করেছে। আগত পর্যটকরা যাতে আনন্দ উপভোগ করতে পারেন তার জন্য বাঙালি ও চাইনিজ সব ধরনের আয়োজন করা হচ্ছে। রঙিন আলোয় সাজিয়ে তোলা হচ্ছে রাজবাড়ি চত্ত্বর। সেই সঙ্গে লাইভ অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে।’
প্রসঙ্গত, বর্ষবিদায় ও বর্ষবরণের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। শনিবার থেকেই আসতে শুরু করেছেন দূরদূরান্তের পর্যটকরা। সমস্ত প্রস্তুতি প্রায় শেষ। এখন শুধু সময়ের অপেক্ষা। এক্ষেত্রে আয়োজকরা বলছেন, যাঁরা এখনও ভাবছেন থার্টি ফার্স্ট নাইটে কী করবেন, কোথায় যাবেন, তাঁরা প্রিয়জনকে সঙ্গে নিয়ে পৌঁছে যেতে পারেন মহিষাদল রাজবাড়ির ফুলবাগ প্যালেসে। এককথায় বলতে গেলে বর্ষশেষের রাত জমে উঠতে চলেছে মহিষাদল রাজবাড়িতে।