Anupam Roy Concert : দেগঙ্গায় অনুপম রায়ের কনসার্টে বড়সড় দুর্ঘটনা, ‘একদম মন খারাপ নয়’! বার্তা গায়কের – anupam roy assure that he will do a concert in deganga after the accident


অনুপম রায়ের গানের অনুষ্ঠানে বড় দুর্ঘটনা। মাত্রারিক্ত ভিড় হওয়ায় হুড়োহুড়িতে ভাঙল গেট। আহত হয়েছেন তিন স্বেচ্ছাসেবক। শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে বেড়াচাঁপা বীণাপানি বিদ্যালয়ের মাঠে দেগঙ্গা বইমেলায়। ভিড়ের চাপে শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হয় বইমেলা।

১১ বছর বন্ধ থাকার পর এই বছর ফের শুরু হয়েছে দেগঙ্গা বই মেলা। আর সেই উপলক্ষ্য়ে প্রতিদিন সন্ধ্যায় সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ব্যবস্থা ছিল টিকিটেরও। শনিবার ছিল গায়ক অনুপম রায়ের অনুষ্ঠান। ফলে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল প্রবল। দুপুরের পর থেকে টিকিট কেটে প্রচুর মানুষ বইমেলায় ঢুকতে থাকে। সন্ধ্যার মধ্যেই ভরে যায় গোটা মাঠ।

বইমেলার ময়দানে যা ধারণক্ষমতা তার তিনগুণ মানুষ এদিন বইমেলায় ঢোকে, অভিযোগ এমনটাই। ভিড়ের চাপাচাপিতে সন্ধ্যা সাতটা নাগাদ বইমেলায় হঠাৎই হুড়োহুড়ি বেধে যায়। আতঙ্কে মানুষ বাইরে বেরোনোর চেষ্টা করে। এই সময় ভিড়ের চাপে বইমেলার মূল গেট ভেঙে যায়। গেট ভেঙে কর্তব্যরত তিনজন স্বেচ্ছাসেবী আহত হন। তড়িঘড়ি তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার জেরে বাতিল করে দেওয়া হয় অনুষ্ঠানটি।

শীঘ্রই মুখোমুখি হব আরও বড় মাঠে

অনুপম রায়

ঠিক কী বলেছেন অনুপম?
এই ঘটনার পর ফেসবুকে একটি পোস্ট করেছেন অনুপম রায়। সেখানে তিনি লিখেছেন, ‘এদিকে অনুপম রায় এদিন দেগঙ্গার বাসিন্দাদের জন্য বার্তাও দিয়েছেন। তিনি লেখেন, ‘প্রত্যেক দেগঙ্গাবাসীকে জানাই আমাদের তরফ থেকে আন্তরিক ভালবাসা। আজকের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু যে উন্মাদনার প্রতিশ্রুতি আজ দূর থেকে দাঁড়িয়ে, কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছি, সেই স্বাদ পুরোপুরি পেতে আমরা আবার আসব। খুব শীঘ্রই মুখোমুখি হব আরও বড় মাঠে। মেলা কর্তৃপক্ষ আগামী কনসার্টের তারিখ জানিয়ে দেবে। তাই একদম মন খারাপ নয়, বাড়িয়ে দাও তোমার হাত।’


এই প্রসঙ্গে আয়োজকদের তরফে বলা হয়, ‘অনুপম রায় আসবেন শুনে বহু মানুষ ভিড় করেছিলেন। হঠাৎই হুড়োহুড়ি পড়ে যায় এবং দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা সেখানেই চিকিৎসাধীন। বই মেলা অনুষ্ঠান নিয়ে ঠিক কী সিদ্ধান্ত হতে চলেছে! তা জানিয়ে দেওয়া হবে।’

জানা যায়, শনিবার এত জনসমাগম হয়েছিল যে বহু মানুষ ব্যারিকেড ভেঙে প্রবেশ করার চেষ্টা করে। আর সেই সময়ই ঘটে যায় বড়সড় বিপত্তি। ভিড়ের চাপে ভেঙে যায় ব্যারিকেড। এরপরেই ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী। বইমেলা কমিটি এবং পুলিশি তৎপরতায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

Anupam Roy: অনুপম রায়কে দিয়ে অনুষ্ঠান করাবেন ভাবছেন? কোন নম্বরে যোগাযোগ করবেন জানুন
স্বাভাবিকভাবেই অনুপম ভক্তদের প্রশ্ন, এখন কেমন আছেন গায়ক? আয়োজকদের কথায়, গায়ক সুস্থ রয়েছেন। অশান্তির আঁচ তাঁর কাছ অবধি পৌঁছয়নি। এদিকে এই অশান্তি এবং বিশৃঙ্খলার দরুন বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে যায় টাকি রোড। এরপর ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী। বেশ কয়েক ঘণ্টার চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

‘বৌ হারালে বৌ পাওয়া যায়’, অনুপমকে পরামর্শ চিরঞ্জিতের!

যদিও এই ঘটনার জেরে অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপ ভক্তদের। এদিকে কী ভাবে এক লোক প্রবেশ করল? পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল কিনা? এই যাবতীয় বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *