Registry Marriage : নতুন বছরে ৪ দিন বন্ধ রেজিস্ট্রি ম্যারেজ, করা যাবে না আবেদনও – registry marriage procedure will be stop for four days in east burdwan due to server problem


চলছে পৌষ মাস। আর হিন্দু শাস্ত্র মতে পৌষ মাসে সামাজিকভাবে বিয়ে হয় না। কিন্তু রেজিস্ট্রি বিয়েতে অবশ্য কোনও বাধার কথা বলা হয়নি। যদিও কেউ কেউ অবশ্য এই সমব ধর্মীয় নিয়মবিধি মানেন না। সেক্ষেত্রে অনেকে পৌষ মাসেও বিয়ে করে নেন। তেমনই হয়ত অনেকের নতুন বছর পড়লেই রেজিস্ট্রি বিয়ে সেরে নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ইচ্ছে থাকলেও এখন আর তা বাস্তবায়িত হবে না। আগামী ২ থেকে ৫ জানুয়ারি আইনি বিয়েও সারা যাবে না। বাংলা ক্যালেন্ডার বলছে ওই ৪ দিন হল ১৬ থেকে ১৯ পৌষ।

আবার যাঁরা মাঘ বা ফাল্গুন মাসে বিয়ে করবেন ভেবেছেন, তাঁরাও ওই সময় রেজিস্ট্রির নোটিশ জমা দিতে পারবেন না। কারণ বর্ধমানের রেজিস্ট্রার জেনারেল অব ম্যারেজ অফিস থেকে শুক্রবার রেজিস্ট্রারদের মেল করে জানানো হয়েছে, প্রশাসনিক কাজ এবং রক্ষণাবেক্ষণের জন্য ওই সময় বন্ধ থাকবে ‘ম্যারেজ পোর্টাল’।

অনেকেই আছেন যাঁরা, নতুন বছরকে স্মরণীয় করে রাখতে ২ থেকে ৫ জানুয়ারিও রেজিস্ট্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তাঁদের সেই ইচ্ছা পূরণ হবে না। একটি বেসরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই বিষয়ে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সার্ভার সমস্যার জন্য রেজিস্ট্রারদের নাজেহাল হতে হচ্ছে। পাশাপাশি ফিঙ্গার প্রিন্ট নিয়েও তৈরি হয়েছে সমস্যা। নিয়ম অনুযায়ী রেজিস্ট্রি করার জন্য দু’বার আঙুলের ছাপ দিতে হয়। কিন্তু দেখা যাচ্ছে প্রথমবার দেওয়ার পর সার্টিফিকেট নেওয়ার সময় অনেকেরই ফিঙ্গার প্রিন্ট মিলছে না। তাই নিজেদের বিয়ের প্রমাণ দিতে অনেককেই ছুটতে হচ্ছে কলকাতায়। তাই এই সমস্ত সমস্যাগুলির সমাধানের জন্যই ওই সময়ে আইনি বিয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Marraige Ragistry

৪ দিন বন্ধ রেজিস্ট্রি ম্যারেজ

এই বিষয়ে ম্যারেজ রেজিস্ট্রার অসীম পণ্ডিত বলেন, ‘সম্প্রতি রেজিস্ট্রি করার জন্য বেশকিছু নতুন নিয়ম চালু হয়েছে। কিন্তু পোর্টাল ঠিকমতো কাজ না করায় পাত্রপাত্রী থেকে ম্যারেজ রেজিস্ট্রার, সবাইকেই সমস্যায় পড়তে হচ্ছে। আশা করি এবার সেই সমস্যা মিটবে।

প্রসঙ্গত, পৌষ মাস কেটে যাওয়ার পর ফের শুরু হচ্ছে বিয়ের মরশুম। মাঘ ও ফাল্গুন মাস ধরে টানা চলবে বিয়ের অনুষ্ঠান। সেক্ষেত্রে তখন যদি পোর্টালে সমস্যা হয়, তাহলে হয়রানির সম্মুখীন হতে হবে পাত্রপাত্রী ও তাঁদের বাড়ির লোকেদের। তাই পুরোদমে বিয়ের মরশুম শুরু হওয়ার আগে এই সমস্যা সমধান প্রয়োজন বলেই মনে করছেন সকলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *