Abhishek Banerjee : ‘মমতাকে সামনে রেখেই অভিষেক লড়বেন’, প্রতিষ্ঠা দিবসে তাৎপর্যপূর্ণ বার্তা বক্সীর – tmc leader subrata bakshi said on tmc foundation day that abhishek banerjee will fight in leadership of mamata banerjee


অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবেন। উনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে আসবেন না। আদি-নব্য দ্বন্দ্ব মেটাতে তৃণমূলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ বার্তা দিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। দলের শীর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর নীতি, আদর্শেই গোটা দল চলবে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূলের ‘বক্সী দা’র।

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী আজ, ১ জানুয়ারি। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের দিনেই নবীন – প্রবীণ দ্বন্দ্ব মেটাতে বিশেষ বার্তা দিলেন সুব্রত বক্সী। তিনি এদিন বলেন, ‘এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবেই লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না।’ তাঁর কথায়, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তিনি লড়াই করবেন। দলের প্রতীক জোড়াফুলকে সামনে রেখেই তিনি লড়াই করবেন, এই বিষয়ে আমি নিশ্চিত বলে মত সুব্রত বক্সীর।

ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে দলের ভেতরেই একটি সূক্ষ্ম সীমান্ত রেখা তৈরি হয়েছে। জল্পনা আরও বাড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠকের পর। গত শুক্রবার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন কুণাল ঘোষ, ব্রাত্য বসুরা। সূত্রের খবর, সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, আগামী লোকসভা নির্বাচনে তিনি নিজেকে ডায়মন্ড হারবার কেন্দ্রে নিজেকে সীমাবদ্ধ রাখবেন। এরপরেই শুরু হয় নতুন করে জল্পনা।

দলের একাধিক সিদ্ধান্তে তাহলে কি ক্ষুন্ন হয়েছেন দলের সেনাপতি? বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পে অর্থ বরাদ্দ আটকে থাকায় যে জোরদার আন্দোলন চলছিল, সেই আন্দোলনে অনেকটা ভাটা পড়েছে। এই সমস্ত একাধিক বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে কিছুটা পিছিয়ে নিচ্ছেন তিনি। এরকম জল্পনা শুরু হয়েছে দলের অন্দরে। যদিও, প্রতিষ্ঠা দিবসের দিনেই ফেসবুক দলের কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক। তিনি জানান, নব উদ্যমে আগামী লড়াইয়ের জন্য আপনারা প্রস্তুত হন। বিষাদ, গ্লানি মুছে যাক। একসঙ্গে সততা ও সংহতির সঙ্গে দেশের সেবায় নিয়োজিত থাকব বলেও মন্তব্য করেন তিনি।

Kunal Ghosh : ‘মমতা রামকৃষ্ণ, অভিষেক বিবেকানন্দ’, আদি-নব্য দ্বন্দ্বে নতুন ব্যাখ্যা কুণালের
তবে লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই নতুন সংকট তৃণমূলকে অনেকটাই অস্বস্তিতে ফেলছে বলেই ধারণা রাজনৈতিক মহলে। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছে, শ্রী রামকৃষ্ণ দেবের শিষ্য হিসেবে স্বামী বিবেকানন্দ যেমন তাঁর বাণীর প্রচারক ছিলেন, সেই ভাবেই আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মুখ’ হিসেবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *