Howrah Burdwan Local : হাওড়া-বর্ধমান মেইন লাইনে ফাটল, বছরের প্রথম দিনেই নাজেহাল যাত্রীরা – crack in rail track near howrah burdwan main line sheoraphuli station


বছরের প্রথম দিনেই লাইনে ফাটলের জেরে ট্রেন চলাচলে বিঘ্ন। ঘটনাস্থল হাওড়া-বর্ধমান মেইন লাইনের শেওড়াফুলি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছন রেলের কর্মী ও আধিকারিকরা। শুরু হয়েছে লাইন মেরামতির কাজ। এখনও পর্যন্ত কাজ চলছে বলেই জানা যাচ্ছে। বছরের প্রথম দিনে এই বিপত্তিতে হয়রানির শিকার যাত্রীরা।

জানা গিয়েছে, সোমবার সকালে সাড়ে ৭টা নাগাদ লাইনে ফাটল নজরে আসার পরেই ডাউন লাইনে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন। কিছু ট্রেনকে বিকল্প লাইন দিয়ে হাওড়ার উদ্দেশে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। ট্রেনগুলি অত্যন্ত ধীর গতিতে পৌঁছয় পরবর্তী স্টেশন শ্রীরামপুরে।

এদিকে দ্রুত খবর যায় রেল বিভাগে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের কর্মী ও আধিকারিকরা। সকাল ৮টা থেকে লাইনে শুরু হয় পাত বদলের কাজ। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত ট্রেন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। রেল সূত্রে খবর, পরিস্থিতি পুরোপুরি ঠিক হতে বেলা গড়িয়ে যেতে পারে।

বছরের প্রথম দিন, তাই খুব স্বাভাবিকভাবেই ছুটির মেজাজে রয়েছেন মানুষ। অনেকেই যাচ্ছেন পরিবার, বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে। আবার অন্যান্য দিনের মতো না হলেও, একটা অংশের মানুষও এদিনও কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছেন। কিন্তু লাইনে ফাটলের জেরে এদিন সবাইকেই নাজেহাল হতে হয়। একদিকে অফিস যাত্রীদের যেমন কাজে যোগ দিতে দেরি হয়ে যায়, তেমনই যাঁরা এই দিনে বেড়াতে যাচ্ছিলেন তাঁদেরও সারাদিনের প্ল্যানে কাটছাঁট করতে হয়। যাত্রীরা মনে করছেন, সঠিক সময়ে লাইনে ফাটল নজরে এসেছে বলে রক্ষে, নয়তো বড়সড় দুর্ঘটনাও ঘটে যেতে পারত।

মাস কয়েক আগে লাইনে ফাটলের জেরে ট্রেন চলাচল বিঘ্ন ঘটে শিয়ালদা দক্ষিণ শাখায়। ঘটনাটি ঘটেছিল গড়িয়া স্টেশনের কাছে। রেল সূত্রে জানা যায়, গড়িয়া স্টেশনের কাছে একটি ফাটল নজরে আসায় ব্যাহত হয় ট্রেন পরিষেবা। বাতিল হল বেশ কিছু ট্রেনও সেক্ষেত্রেও খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মীরা।

প্রসঙ্গত, কখনও লাইনে ফাটল তো কখনও লাইনে কাজ, বিভিন্ন কারণে ট্রেন যাত্রীদের ভোগান্তি কার্যত নিত্যদিনের দিনলিপি হয়ে গিয়েছে। গত পরশু দিনও রেলের কাজের কারণে শিয়ালদা-লালাগোলা শাখায় বেশকিছু ট্রেন বাতিল করা হয়। যার জেরে হয়রানির শিকার হতে হয় মানুষকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *