Rajanya Halder : ফায়ার ব্র্যান্ড ছাত্র নেত্রী এবার সিনেমায়, স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে রাজন্যা – rajanya halder trinamool congress leader debut movie will release on republic day this year


অরিজিৎ দে | এই সময় ডিজিটাল এক্সক্লুসিভ

২০২৩-এ তৃণমূলের মেগা ইভেন্টে নজর পড়েন এক ছাপোষা তরুণী। ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চে ঝাঁঝালো বক্তৃতা দিয়ে সকলের নজরে পড়েন তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী রাজন্যা হালদার। শাসকদলের ছাত্র সংগঠনে রাতারাতি উল্কা গতিতে উত্থান হয় রাজন্যার। একাধিক সাংগঠনিক দায়িত্ব তাঁর কাঁধে তুলে দেয় তৃণমূল নেতৃত্ব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শক্ত জমিতে ‘ঘাসফুল’ ফোটানোর কঠিন দায়িত্ব রাজন্যার কাঁধে তুলে দেয় তৃণমূল।

রাজনীতির পাশাপাশি রাজন্যা যে একাধিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, সে কথা আগেই জানা গিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরির করা জয়ী বাংলা ব্যান্ডেও নিয়মতি গান করেন বাংলা বিষয়ের এই গবেষক। আর নতুন বছরের প্রথম মাসেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে রাজন্যা অভিনীত প্রথম ছবি।

রুপোলি পর্দায় রাজন্যার অভিষেক

প্রান্তিক চক্রবর্তী পরিচালিত ‘১৯৪৫ : বিহাইন্ড দ্য মাউন্টেনস’ মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। স্বাধীনতা সংগ্রামী পুতলি তামাংয়ের জীবনের উপর নির্ভর করে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। পুতলির চরিত্রে অভিনয় করছেন তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী। কী ভাবে দার্জিলিংসহ পাহাড়ের মানুষ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, ছবি ছবির ছত্রে ছত্রে থাকবে সেই গল্প। তবে এই ছবিকে মোটেই পুতলির ‘বায়োগ্রাফি’ বলতে রাজি নন নির্মাতারা।


রাজন্যা ছাড়াও ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য, রিয়া ভুজেল, মণিকুমার ভুজেল সহ একাধিক অভিনেতা। কলকাতার নন্দন, নজরুলতীর্থ, আইনক্স ছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, শিলিগুড়ির মতো উত্তরবঙ্গের একাধিক জেলায় মুক্তি পাবে ছবিটি। ছবিতে থাকবে নেপালি সাবটাইটেলও। রুপোলি পর্দায় অভিষেকের আগেই স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত শাসকদলের এই নেত্রী। ছবির পরিচালক প্রান্তিকের সঙ্গে কয়েকমাস আগেই বাগদান সেরেছেন রাজন্যা। কী বললেন তিনি?

কী বললেন তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী?

এই সময় ডিজিটালের সঙ্গে কথা বলার সময় রাজন্যা বলেন, ‘প্রথম ছবি মুক্তি পাচ্ছে, স্বাভাবিকভাবে খুশি হব। কাজ করে খুব ভাল লেগেছে। এই ছবি একদিকে যেমন ভারতের স্বাধীনতা সংগ্রামের কথা বলেছে, তেমন ছবিতে ভিন্নভাবে ভালবাসার গল্পও ফুটিয়ে তোলা হয়েছে। তবে এই ছবি কখনই পুতলি তামাংয়ের জীবন কাহিনী নয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে পাহাড়ের মানুষের অবদানের কথাও এই ছবিতে তুলে ধরা হয়েছে। আমাদের বিশ্বাস দর্শকদের এই ছবি ভাল লাগবে। তবে আমি এই ছবির জন্য কোনও পারশ্রমিক পাইনি। ছবি মুক্তির পর প্রান্তিক যদি ভালবেসে আমাকে কিছু টাকা দেয় (হাসি), তাহলেই খুশি। কলকাতার নন্দন, আইনক্স ছাড়াও একাধিক সিনেমা হলে এই ছবিটি মুক্তি পাচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *