Darjeeling Fire : দার্জিলিঙে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! পুড়ে ছাই জাতীয় অর্কিড গবেষণাকেন্দ্র – darjeeling national archid research center burnt after massive fire broke out


মঙ্গলের সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড দার্জিলিঙে। আগুনে পুড়ে ছাই দার্জিলিঙের জাতীয় অর্কিড গবেষণাকেন্দ্র। এই গবেষণাকেন্দ্রে থাকা বিভিন্ন দামী যন্ত্রাংশ আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুনের লেলিহান শিখা গ্রাসে চলে গিয়েছে এই গবেষণাকেন্দ্রে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র। এই ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।

কী ঘটনা?

দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল ৮ টা ১৫ মিনিট দার্জিলিঙের জাতীয় অর্কিড গবেষণাকেন্দ্রে আগুন লাগে। মিটার বক্সের পিছন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু তাতে আগুন নেভেনি।

দমকলের একটি ইঞ্জিন খবর পেয়ে ঘটনাস্থলে যায়। আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন দমকলকর্মীরা। কিন্তু ততক্ষণে জল শেষ হয়ে যায়। এই ঘটনায় জাতীয় অর্কিড গবেষণাকেন্দ্র সম্পূর্ণ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সেখানে বেশ কিছু যন্ত্রপাতি ছিল। সেইগুলি পুড়ে গিয়েছে বলেই খবর। অগ্নিকাণ্ডের কারণে এখন সঠিকভাবে জানা যায়নি। দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল

ব্যাপক ক্ষয়ক্ষতি

আগুনে এই গবেষণাকেন্দ্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গবেষণাকেন্দ্রে থাকা ২০ থেকে ২২টি বাতানুকুল মেশি, প্রচুর সংখ্যক গবেষণাপত্র এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের ভয়াবহতায় দ্বিতল ভবনটির অধিকাংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। তাঁরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘হঠাৎ করে সকাল থেকে ধোঁয়া বের হতে শুরু হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এলাকার বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাছে হাত লাগান। পরে খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। মাঝে দমকলের জল শেষ হয়ে যাওয়ার কারণে সমস্যা তৈরি হয়েছিল। অনেক দামি জিনিস ও আসবাবপত্র পুড়ে গিয়েছে। আমরা খুবই ভয় পেয়ে গিয়েছিলাম।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *