Govt Jobs Recruitment : নতুন বছরের শুরুতেই সুখবর, হিয়ারিং অফিসার নিয়োগের পথে কলকাতা পুরসভা – kolkata municipal corporation mayor in council meeting decide that new hearing officers will be hired


শহর কলকাতাতে বেআইনি নির্মাণকাজ থামানোর জন্য আরও কঠোর হাতে পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুরসভা। দীর্ঘ দিন ধরে আটকে রয়েছে একাধিক বেআইনি নির্মাণ মামলা। আর এই মামলাগুলিতে যাতে গতি আসে সেই জন্য নয়া পদক্ষেপ করল কলকাতা পুরসভা। শুক্রবার কলকাতা পুরসভায় মেয়র পারিষদ বৈঠক ছিল। মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে এদিনের বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অন্যান্য মেয়র পারিষদের সদস্যরাও। এদিনের বৈঠকেই হিয়ারিং অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন এই নিয়োগ?

শহরে যাতে কোনও বেআইনি নির্মাণ না থাকে তা নিশ্চিত করার জন্য উঠে পড়ে লেগেছেন স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম। মূলত শহর কলকাতায় যদি কোথাও কোনও বেআইনি নির্মাণের খবর সামনে আসে সেক্ষেত্রে তা তৎক্ষনাৎ বন্ধ করে দেওয়া হয়। এরপর সেখানে যান হিয়ারিং অফিসাররা।

নির্মাণ সংক্রান্ত যাবতীয় তথ্য তাঁরা সংগ্রহ করেন এবং নির্মাণস্থল পরিদর্শন করে রিপোর্ট জমা দেন। এরপর পরবর্তী পদক্ষেপ করা হয়। কিন্তু, পুরসভা সূত্রে খবর, এই মুহূর্তে কলকাতা পুরসভাকে হিয়ারিং অফিসারের সংখ্যা মাত্র এক জন। আর সেই কারণে অনেক সময় বিপত্তির মুখে পড়তে হচ্ছে পুরপ্রশাসনকে।

একাধিক মামলার শুনানিও আটকে রয়েছে। ফলে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারছে না পুরকর্তৃপক্ষ। বন্ধ থাকছে এই সমস্ত বাড়ি ভাঙার কাজও। এবার যাতে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যায় সেই কারণে এবার হিয়ারিং অফিসার নিয়োগ করতে উদ্যোগী পুরসভা।

কী ভাবে নিয়োগ?

সূত্রের খবর, মেয়র পারিষদ বৈঠকে এই প্রস্তাব রাখা হয়। সর্বসম্মতিক্রমে তা অনুমোদন পেয়েছে। এবার রাজ্য সরকারের অনুমোদনের দিকে তাকিয়ে পুরসভা। জানা গিয়েছে, রাজ্য অনুমতি দিলেই এই বিষয়ে যাবতীয় পদক্ষেপ করা শুরু হবে।

বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ঘোষণা
শহরে যাতে কোথাও কোনও বেআইনি নির্মাণ না থাকে সেই জন্য কড়া পদক্ষেপ করতে চাইছে কলকাতা পুরসভা। এই বিষয়ে তৎপরতা দেখিয়েছেন স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, শহরে কোথাও কোনও বেআইনি নির্মাণের ঘটনা সামনে এলে তৎক্ষনাৎ পদক্ষেপ করবে পুরসভা।

Kolkata Municipal Corporation : আয় বাড়াতে উদ্যোগ! মোটা টাকায় বিল্ডিং ‘ভাড়া’ দেবে কলকাতা পুরসভা
আর এই সার্বিক লক্ষ্যে হিয়ারিং অফিসারের নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কী ভাবে নিয়োগ সম্পন্ন হবে বা কতজন নিয়োগ করা হবে, তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, রাজ্যের অনুমতি পাওয়ার পর এই নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *