Indian Oil : কেন্দ্রীয় আইনের প্রতিবাদে কর্মবিরতি ট্যাঙ্কার চালকদের, ৫ জেলায় তেল বন্ধের আশঙ্কা – oil tanker drivers are started strike against central law at durgapur kanksha


রাস্তায় গাড়ি চালাতে গেলে চালকদের মানতে হবে কেন্দ্রের নয়া নিয়ম। রাস্তায় দুর্ঘটনা ঘটলে চালকদের জেলও হবে। পাশাপাশি জরিমানা হিসেবে গুনতে হবে লাখ লাখ টাকা। কেন্দ্রীয় সরকারের নতুন এই নিয়মের জেরে বিপাকে পড়েছেন কাঁকসা থানার রাজবাঁধ সংলগ্ন তিনটি রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থার ডিপোর ট্যাঙ্কার চালকরা। এবার তাই কেন্দ্রীয় সরকারের নতুন নিয়মের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকাল থেকে কাজ বন্ধ করে দিলেন হাজারেরও বেশি ট্যাঙ্কার চালক। পাশাপাশি ওই তিনটি তেল সংস্থার ডিপোর সামনে বিক্ষোভও শুরু হয়েছে।

বিক্ষোভকারী চালকদের দাবি, কেন্দ্রীয় সরকার যে নতুন নিয়ম করেছে, সেই নিয়ম মানতে গেলে কোনও চালক আগামীদিনে গাড়ি চালাতেই চাইবেন না।
এমনিতেই চালকদের জীবনে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। তার ওপর নতুন করে নিয়ম লাগু করায় সমস্যায় পড়তে হয়েছে চালকদের। নতুন আইনে চালকদের প্রতি অবিচার করা হচ্ছে বলে অভিযোগ। তাই যতদিন না কেন্দ্রীয় সরকার নতুন নিয়ম প্রত্যাহার করছে, ততদিন তাঁদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গাড়ির চালকরা। চালকদের বিক্ষোভের জেরে দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম জেলায় তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর এমনটা হলে তৈরি হতে পারে বড়সড় সমস্যা।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের নয়া পরিবহণ নীতির প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ ও বিক্ষোভ। বাংলাতেও ছবিটা একই। বিভিন্ন জেলার পাশাপাশি মঙ্গলবার শহর কলকাতাতেও দেখা গিয়েছে চালকদের বিক্ষোভ-আন্দোলন। এদিন কলকাতার সিজিআর রোড এবং ডুমায়ুন অ্যাভিনিউয়ের সংযোগস্থলের রাস্তা আটকে রাখেন ট্রাক ও লরি চালকরা। পরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বন্দর এলাকার রামনগর মোড়, অ্যাসবেস্টস মোড়, হাইড রোড ও সিক লেনেও। যার জেরে, দিনের ব্যস্ত সময়ে ধর্মতলা কংবা হেস্টিংসের দিক থেকে আসা গাড়িগুলিকে খিদিরপুর ও ডায়মন্ডহারবার রোডের সংযোগস্থল থেকে ঘুরিয়ে দেওয়া হয়। আবার গার্ডেনরিচের দিক থেকে আসা যানবাহনগুলিকে ঘুরিয়ে দেওয়া হয় ব্রেস ব্রিজ দিয়ে।

Truck Driver Strike : কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে বাড়ছে ট্রাকচালকদের ক্ষোভ, খিদিরপুর-ধূলাগড়-বামনগাছিতে অবরোধ
একই ছবি উত্তর ২৪ পরগনার বামনগাছি ও হাওড়ার ধূলাগড়ে। বামনগাছি চৌমাথায় জাতীয় সড়ক অবরোধ করে গাড়ি চালক সংগঠন। প্রায় এক ঘন্টা ধরে ৩৫ নম্বর জাতীয় সড়কের ওপর অবরোধ করেন সংগঠনের সদস্যরা। জাতীয় সড়কে কুশপুতুল পুড়িয়ে কেন্দ্রীয় সরকারের নয়া পরিবহণ আইনের প্রতিবাদ জানান তাঁরা। আবার ধূলাগর এলাকায় জালান কমপ্লেক্সের সামনে ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখান ট্রাক চালক সংগঠনের সদস্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *