এই দু’দিনে বিভিন্ন কারণে গ্রেফতার হয়েছেন ৭৪৫জন। অন্যদিকে বর্ষবরণের রাতে শহরের বিভিন্নপ্রান্তে ৪টি বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন ৫ জন। এ বছর বর্ষবরণকে কেন্দ্র করে বিভিন্ন রেস্তরাঁ এবং হোটেলে ভিড় ছিল চোখে পড়ার মতো। পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট থেকে ইএম বাইপাস, নিউটাউন-রাজারহাটেও বেপরোয়া গাড়ি চালকদের দাপট দেখা গিয়েছে।
পুলিশের রিপোর্টে উঠে এসেছে, গত ২৫ এবং ৩১ তারিখে গতির দৌরাত্ম্যে এগিয়ে ছিলেন হেলেমেটহীন বাইক চালকেরা। বর্ষবরণের দিনে হেলমেট না পরে বাইক চালানোর জন্য মামলার সংখ্যা ৭০০ ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে ২৫ তারিখ এই সংখ্যাটা ছিল তিনশোর আশেপাশে।
রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত ঘটেছে ৪টি দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, কসবায় বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন চালক এবং আরোহী। একটি প্রাইভেট গাড়ি বাইকটিকে ধাক্কা মারে। আহত হন বছর সাতাশের সন্দীপ সাউ। পিছনের সিটে ছিলেন তাঁর বান্ধবী বন্দনা দাস। বছর চব্বিশের ওই তরুণী ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ গাড়ির চালককে আটক করেছে।
অন্যদিকে, সোমবার সকাল ৮টা নাগাদ দুর্ঘটনা এন্টালি থানা এলাকায়। একটি ট্যাক্সির ধাক্কায় আহত হন আসিফ হোসেন। তবে তাঁর চোট গুরুতর নয়। ইএম বাইপাসে সায়েন্স সিটির কাছে বেপরোয়া ভাবে বাইক চালাতে গিয়ে চাকা স্কিড করে দুর্ঘটনায় জখম হন বছর ২৮-এর এক যুবক।
প্রগতি ময়দান থানার পুলিশ তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। একই ঘটনা ঘটে বেহালার পর্ণশ্রী থানা এলাকাতেও। স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান বছর কুড়ির এক যুবক। দু’জনেই হাসপাতালে ভর্তি রয়েছেন।
