Narayan Goswami : ‘পুরনো সফটওয়্যার, আপডেটেড নয়…’, নবীন-প্রবীণ ইস্যুতে বিস্ফোরক তৃণমূল বিধায়ক – ashoknagar mla narayan goswami opens up ongoing trinamool congress controversy


প্রবীণ-নবীন বিতর্ক নিয়ে এখন দুভাগে বিভক্ত রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কোনও কোনও নেতা প্রবীণদের সঙ্গে নিয়ে চলার পক্ষপাতী। কেউ কেউ আবার নতুনদের দলের সামনে সারিতে আনার পক্ষে জোরাল সওয়াল করেছেন। এই অবস্থায় এবার নবীন-প্রবীণ ইস্যুতে মুখ খুললেন অশোকনগরের তৃণমূল বিধায়ক ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। নবীনদের সামনের সারিতে নিয়ে আসার পক্ষে জোরাল সওয়াল করেছেন তিনি। একইসঙ্গে নারায়ণের দাবি, ‘দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই।’

কী বললেন নারায়ণ?

মঙ্গলবার হাবড়া গিয়েছিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। সেখানে সাংবাদিকদের মুখোমুখি নবীন-প্রবীণ দ্বন্দ্ব ইস্যুতে মুখ খুলেছেন নারায়ণ। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। তিনি অসুস্থ। অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসির খোঁজ নিতে গিয়েছিলেন। এটার মধ্যে রাজনীতি খোঁজার কোনও অর্থ নেই। নেত্রী আমাদের একজনই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।’

তৃণমূল বিধায়ক আরও বলেন, ‘সিপিএম মনে করত দেহত্যাগের আগে পদত্যাগ নয়। কিন্তু সময়, বয়স ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দল চালানো প্রয়োজন। সেই জায়গায় অনেকেই রয়েছেন, যাঁদের সফটওয়্যার আপডেটেড নয়। পুরনো সফটওয়্যার। সেখানে কী আর হোয়াটসঅ্যাপ চলবে? সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরার জন্য নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে, তা সব দিক থেকেই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। অভিষেকই মমতাদির কাজ ভারতের মানুষের কাছে তুলে ধরতে পারেন।’

নারায়ণের দাবি, ‘প্রবীণরা দলে থাকতেই পারেন, কোনও সমস্যা নেই। তাঁরা গঠনমূলক পরামর্শ দেবেন আমাদের অন্যান্য রাজনৈতিক দল দেখে শিক্ষা নিতে হবে। তরুণরা যা করতে পারেন প্রবীণদের পক্ষে তা করা সম্ভব নয়। প্রবীণদের পরামর্শ নিয়ে যুব সম্প্রদায় এগিয়ে চলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রার সময় যেভাবে পাহাড় থেকে সমতল চষে বেড়ালেন, এটা কেউ কী পারবেন। আমি ১৯৯৩ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। তাঁর ত্যাগ-তিতিক্ষা আমাদের কাছে স্বপ্ন, আমাদের কাছে আদর্শ। কিন্তু তিনি বাদ দিয়ে তৃণমূলের আর কোনও নেতা কী অভিষেকের মতো পরিশ্রম করেছেন? আমার তো মনে হয় না।’

ইন্ডিয়া জোট নিয়ে মুখ খুললেন নারায়ণ

এদিন ইন্ডিয়া জোট ইস্যুতে কংগ্রেসের সঙ্গে রাজ্যে আসন সমঝোতা নিয়ে মুখ খুলেছেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। তিনি বলেন, ‘আমি আদার ব্যাপারি, জাহাজের খোঁজ নিয়ে কী হবে। তবে বাংলায় বিজেপিকে পরাজিত করতে একা তৃণমূল কংগ্রেস যথেষ্ট।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *