এবার ভাড়া আদায় কিউআর কোডে – east burdwan zilla parishad is going to launch online system to recover arrears of revenue


এই সময়, বর্ধমান: বকেয়া রাজস্ব উদ্ধার ও দ্রুত রাজস্ব আদায়ের ক্ষেত্রে অনলাইন ব্যবস্থা চালু করতে চলেছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ। জেলার ২৩টি ব্লকের মধ্যে বেশ কয়েকটি জায়গায় জেলা পরিষদের নিজস্ব বাজার রয়েছে। এই বাজার থেকে নির্দিষ্ট হারে ভাড়া আদায় করে নিজস্ব তহবিল বাড়ায় জেলা পরিষদ। দীর্ঘদিন ধরে ভাড়া বকেয়া রয়েছে বহু জায়গায়। ভাড়া বাবদ প্রায় ৬০ লক্ষ টাকা এই মুহূর্তে বকেয়া রয়েছে জেলা পরিষদের।

জেলা পরিষদের কর্মীরা বাজার এলাকাগুলি থেকে ব্যবসায়ীদের কাছে গিয়ে ভাড়া আদায় করেন। তবে অধিকাংশ কর্মী অবসর নেওয়ায় এখন বাজারগুলি থেকে ভাড়া আদায় প্রায় বন্ধই হয়ে গিয়েছে। এবার সেই বকেয়া ভাড়া আদায় ও পরবর্তী দিনে অনলাইনে ভাড়া জমা দেওয়ার ক্ষেত্রে অনলাইন ডিপোজিট শুরু করছে জেলা পরিষদ। নির্দিষ্ট কিউআর কোডের মাধ্যমে ভাড়া বাবদ টাকা জমা করতে পারবেন ব্যবসায়ীরা। জেলা পরিষদের পক্ষ থেকে এই বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক প্রচার চালানো হবে।

এই অনলাইন পরিষেবা এবার জেলা পরিষদের অধীনে থাকা বিভিন্ন অনুষ্ঠান ভবন, সংস্কৃতি লোকমঞ্চ সমেত অন্যান্য হল বুকিংয়ের ক্ষেত্রেও মিলবে। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম বাজারের ভাড়া বাবদ ৯ লক্ষ ৮০ হাজার টাকা, মেমারি-২ ব্লকের সাতগেছিয়া বাজারে ২৪ লক্ষ টাকা, কাটোয়া পুরসভা এলাকায় থাকা জেলা পরিষদের বাজার থেকে ৫ হাজার ৫০০ টাকা বকেয়া।

Kolkata Municipal Corporation : আয় বাড়াতে উদ্যোগ! মোটা টাকায় বিল্ডিং ‘ভাড়া’ দেবে কলকাতা পুরসভা
অন্য দিকে, গুসকরা ব্লকের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভাড়া বাবদ ২১ লক্ষ টাকা বকেয়া রয়েছে। গুসকরা পুরসভায় থাকা বাজারে বকেয়া ৭৪ হাজার টাকা। এছাড়াও ভাতার বাজার থেকে ৩ লক্ষ ২০ হাজার টাকা, খণ্ডঘোষের বাবরকপুর বাজার থেকে ৬০ হাজার টাকা বকেয়া রয়েছে বলে জানা গিয়েছে।

সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, ‘অনলাইন ব্যবস্থার মাধ্যমে ভাড়া আদায় সহজ হবে। অনেক ব্যবসায়ী নিজেই নিজের টাকা দিতে পারবেন। নির্দিষ্ট সময় ভাড়া আদায়ের ফলে জেলা পরিষদের আয় বাড়বে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *