Abhishek Banerjee : নিজের কর্মসূচি ডায়মন্ড হারবারেই সীমাবদ্ধ রাখলেন অভিষেক, নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে বড় বার্তা সুব্রতর – abhishek banerjee will go diamond harbour in a meeting whereas subrata bakshi gives instructions for party


ডায়মন্ডহারবার কেন্দ্রেই কি নিজেকে সীমাবদ্ধ রাখবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন ঘোরাফেরা করছে দলের অভ্যন্তরে। এখনও পর্যন্ত ভিন জেলায় কোনও কর্মসূচি নেই তাঁর। অন্ততপক্ষে, আগামী কয়েকদিনের কর্মসূচি ঘোষণা হয়নি। তবে নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে বিতর্কের মাঝেই বিশেষ বার্তা দিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

কী জানালেন বক্সী?

লোকসভা নির্বাচনের আগে গোটা রাজ্যে জেলা ভিত্তিক বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। জেলার নেতৃত্বকে নিয়ে দলের নেতারা সংশ্লিষ্ট জেলায় গিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। পাশাপাশি, যে সব নেতারা বসে গিয়েছেন, তাঁদের বাড়ি বাড়ি যেতে বলা হয়েছে। তাঁদেরকে সঙ্গে নিয়ে লোকসভার আগে কাজ করতে বলা হয়েছে। একজন ‘ মান-অভিমান’ ভুলে গিয়ে একত্রে কাজ করার বার্তা দেওয়ার কথা জানান দলের রাজ্য সভাপতি। বুধবারই সুব্রত বক্সী নিজে বাঁকুড়া জেলার নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন।

ডায়মন্ড হারবার যাচ্ছেন অভিষেক

অন্যদিকে, দলীয় বিতর্কের মাঝেই আগামী রবিবার দলেরই এক কর্মসূচিতে ডায়মন্ড হারবার যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই বার্ধক্য ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। পুজোর পরেই ডায়মন্ড হারবার কেন্দ্রের বার্ধক্য বা বিধবা ভাতা উপভোক্তাদের ব্যাপার বড় ঘোষণা করেন অভিষেক। সরকারি প্রক্রিয়ায় জটিলতা থাকায় প্রায় ৭০ হাজার উপভোক্তা ভাতা পাচ্ছেন না। সেই কারণে দলগত ভাবে তাঁদের পাশে থাকার বার্তা দেন অভিষেক। সেই ভাতা প্রদান শুরু হবে রবিবারের অনুষ্ঠান থেকে।

Abhishek Banerjee : ‘মমতাকে সামনে রেখেই অভিষেক লড়বেন’, প্রতিষ্ঠা দিবসে তাৎপর্যপূর্ণ বার্তা বক্সীর
তবে, ডায়মন্ড হারবার কেন্দ্র বাদ দিয়ে আরও অন্য কোনও জেলায় এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও কর্মসূচি ঘোষিত হয়নি। সেক্ষেত্রে তিনি নিজেকে একঘরে করছেন কিনা তা নিয়ে দলের নিচু স্তরের কর্মীদের মধ্যেই জল্পনা তৈরি হয়েছে। যদিও, এর প্রভাব আগামী লোকসভা নির্বাচনে পড়বে কিনা তা ধন্দে জেলার নেতারা। দক্ষিণ ২৫ পরগনা জেলার এক নেতা জানান, ডায়মন্ড হারবার কেন্দ্রে বার্ধক্য ভাতা প্রদানের পৈলানের অনুষ্ঠানে আসার কথা রয়েছে তাঁর। সেদিন তিনি কী বার্তা দেন, সেটা দেখার অপেক্ষায় রয়েছে কর্মীরা।

যদিও, নবীন-প্রবীণ দ্বন্দ্বে এখনও পর্যন্ত দাঁড়ি পড়েনি। বুধবারও একদিকে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল বিধায়ক তাপস রায়। অন্যদিকে, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষকে। যা নিয়ে নতুন করে তৈরি হয়েছে জল্পনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *