বর্তমানে দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের অফিসে QR Codeটি রাখা থাকছে। কিছুদিনের মধ্যে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের কালেক্টদের হাতে এবং দফতরের ওয়েব সাইডেও তুলে ধরা হবে। ক্যাশ লেস করে ডিজিটাল পরিষেবা তুলে ধরার জন্যই এই ব্যবস্তা বলে জানা যাচ্ছে। এর ফলে স্থানীয় দোকানদার থেকে শুরু করে, পর্যটকেরাও এই পরিষেবায় অনেকটাই সুবিধা পাবে। টাকা জমা করার জন্য এতদিন ব্যাঙ্কে গিয়ে বা পর্ষদের অফিসে লম্বা লাইন দিয়ে টাকা জমা করতে হত। এবার সেই সমস্যা দূর হবে বলে আশা করা হচ্ছে। প্রশাসন মনে করছে, এর ফলে শুধু সমস্যাই দূর হবে না, বেশি পরিমাণ কর আদায় করাও সম্ভব হবে।

নয়া কিউআর কোড দিঘায়
‘গ্রিন দিঘা ক্লিন দিঘা’
এদিকে দিঘাকে আরও স্বচ্ছ ও সুন্দর রাখতে নিউ দীঘা সৈকত সংলগ্ন পিকনিক স্পটগুলিতে ‘গ্রিন দিঘা ক্লিন দিঘা’ কর্মসূচি পালন করা হয়। দিঘা থানার পক্ষ থেকে এই বিশেষ কর্মসূচির আযোজন করা হয়। দিঘা থানার বড়বাবু অভিজিৎ পাত্র-সহ অন্যান্য পুলিশ কর্মীরা এই বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন। বড়দিন ও তারপর নিউ ইয়ার উপলক্ষে প্রচুর পরিমাণে পর্যটকের আগমন ঘটেছিল সৈকত শহর দিঘায়। যার জেরে বিচ সংলগ্ন এলাকায ও পিকনিক স্পটগুলি ভরে যায় নোংরা-আবর্জনায়। আর তাই সমুদ্র সৈকত-সহ গোটা দিঘা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উদ্যোগ গ্রহণ করল স্থানীয় থানা। পুলিশের পাশাপাশি এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন পূর্ব মেদিনীপুর রোড রেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও।
প্রসঙ্গত, রাজ্যবাসীর ছোট ছুটির অন্যতম গন্তব্য এই দিঘা। উইক এন্ড বা ছুটি ছাড়াও সারা বছরই কম-বেশি ভিড় লেগেই থাকে দিঘাতে। আর তাই পর্যটকদের সুবিধার্থে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেই থাকে পুলিশ-প্রশাসন।