Digha Beach : পর্যটক ও ব্যবসায়ীদের স্বার্থে দিঘায় চালু নয়া QR Code, পেমেন্ট করুন আরও সহজে – qr code launched by digha sankarpur development authority for businessmen and tourists


কর আদায় ও অতিথি নিবাসের ভাড়া আদায়ে পদ্ধতিতে বড়সড় পরিবর্তন আনল দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ। এবার থেকে QR Code-এর মাধ্যমে টাকা প্রদান করা যাবে বলে জানালেন দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার সৈকত হাজরা। তিনি জানান, দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের যে সমস্ত দোকান ব্যবসায়ীরা ভাড়ায় নিয়েছেন, তাঁদের প্রতিমাসের ভাড়া ব্যাঙ্কে বা দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের অফিসে গিয়ে জমা করতে হয়। এর ফলে অনেক সময় সমস্যাতেও পড়তে হয় তাঁদের। এবার থেকে QR Code-এর মাধ্যমে দোকানদারেরা তাদের টাকা যেমন জমা করতে পারবেন, তেমনই পর্ষদের যে সমস্ত অতিথি নিবাস রয়েছে সেগুলির ভাড়াও QR Code-এর মাধ্যমে প্রদান করা যাবে।

বর্তমানে দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের অফিসে QR Codeটি রাখা থাকছে। কিছুদিনের মধ্যে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের কালেক্টদের হাতে এবং দফতরের ওয়েব সাইডেও তুলে ধরা হবে। ক্যাশ লেস করে ডিজিটাল পরিষেবা তুলে ধরার জন্যই এই ব্যবস্তা বলে জানা যাচ্ছে। এর ফলে স্থানীয় দোকানদার থেকে শুরু করে, পর্যটকেরাও এই পরিষেবায় অনেকটাই সুবিধা পাবে। টাকা জমা করার জন্য এতদিন ব্যাঙ্কে গিয়ে বা পর্ষদের অফিসে লম্বা লাইন দিয়ে টাকা জমা করতে হত। এবার সেই সমস্যা দূর হবে বলে আশা করা হচ্ছে। প্রশাসন মনে করছে, এর ফলে শুধু সমস্যাই দূর হবে না, বেশি পরিমাণ কর আদায় করাও সম্ভব হবে।

Digha QR Code

নয়া কিউআর কোড দিঘায়

‘গ্রিন দিঘা ক্লিন দিঘা’
এদিকে দিঘাকে আরও স্বচ্ছ ও সুন্দর রাখতে নিউ দীঘা সৈকত সংলগ্ন পিকনিক স্পটগুলিতে ‘গ্রিন দিঘা ক্লিন দিঘা’ কর্মসূচি পালন করা হয়। দিঘা থানার পক্ষ থেকে এই বিশেষ কর্মসূচির আযোজন করা হয়। দিঘা থানার বড়বাবু অভিজিৎ পাত্র-সহ অন্যান্য পুলিশ কর্মীরা এই বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন। বড়দিন ও তারপর নিউ ইয়ার উপলক্ষে প্রচুর পরিমাণে পর্যটকের আগমন ঘটেছিল সৈকত শহর দিঘায়। যার জেরে বিচ সংলগ্ন এলাকায ও পিকনিক স্পটগুলি ভরে যায় নোংরা-আবর্জনায়। আর তাই সমুদ্র সৈকত-সহ গোটা দিঘা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উদ্যোগ গ্রহণ করল স্থানীয় থানা। পুলিশের পাশাপাশি এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন পূর্ব মেদিনীপুর রোড রেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও।

প্রসঙ্গত, রাজ্যবাসীর ছোট ছুটির অন্যতম গন্তব্য এই দিঘা। উইক এন্ড বা ছুটি ছাড়াও সারা বছরই কম-বেশি ভিড় লেগেই থাকে দিঘাতে। আর তাই পর্যটকদের সুবিধার্থে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেই থাকে পুলিশ-প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *