Howrah School : চটুল নাচের আসরে কোমর দোলাচ্ছেন প্রধান শিক্ষক, ক্লাস নিচ্ছেন মেয়ে! – howrah shyampur primary school head teacher dance video went trending who allegedly did not take any class in last 2 and half years


চটুল নাচের আসরে কোমর দোলাচ্ছেন প্রধান শিক্ষক! পা টলমট। দীর্ঘদিন ধরে তিনি স্কুলে আসেন না। পরিবর্তে স্কুলে ক্লাস নিচ্ছেন তাঁর মেয়ে। স্থানীয়দের অভিযোগ, স্কুলে না গেলেও ওই শিক্ষক মত্ত থাকেন দিনভর। বিভিন্ন মঞ্চে নেচে-গেয়ে বেড়ান। এমনই ঘটনার সাক্ষী থাকল হাওড়ার শ্যামপুর এক নং ব্লকের বানেশ্বরপুর। সেখানে বিনোদচক তফসিলি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন দে। অভিযোগ, দীর্ঘ আড়াই বছর ধরে চন্দন দের পরিবর্তে স্কুলে ক্লাস নিচ্ছেন তাঁর মেয়ে রিয়া দে।

রিয়া দের বক্তব্য, তাঁর বাবা অসুস্থ। সেই কারণে বাবার দায়িত্ব পালন করছেন তিনি। যদিও চন্দন দের নাচ-গানের একটি ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। আর এরপরেই প্রশ্ন উঠছে, সত্যি কি তিনি অসুস্থ? বিষয়টি সামনে আসার পরেই তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর।

জানা গিয়েছে, এই স্কুলে মোট দু’জন শিক্ষক রয়েছে। চন্দন ছাড়াও আরও একজন শিক্ষিকা রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক স্কুলে অনুপস্থিত। তিনি অসুস্থ এই অজুহাত দেখিয়ে তাঁর মেয়ে নিয়মিত ক্লাস করাচ্ছেন। কী ভাবে একজন শিক্ষকের পরিবর্তে তাঁর মেয়ে ক্লাস করাতে পারেন? তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

পাশাপাশি সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চটুল মঞ্চের আসরে তিনি মদ্যপ অবস্থায় উপস্থিত। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। ভিডিয়োটি সামনে আসার পরেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

এই বিষয়ে ওই প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনও উত্তর দেননি। তাঁর মেয়ে বাবার অসুস্থতার দাবিতে অনড়। যদিও কোন যুক্তিতে তিনি ক্লাস নিচ্ছেন! সেই অনুমতি তাঁকে কে বা কারা দিল? তা নিয়ে স্পষ্ট কোনও জবাব তাঁর কাছে নেই।

অন্যদিকে, বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমি এসআইকে বলেছি স্কুলে গিয়ে তদন্ত রিপোর্ট জমা দিতে। এই ধরনের ঘটনা যদি প্রমাণিত হয় আমরা ওই শিক্ষকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব।’

শ্যামপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্নার বক্তব্য, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। পুরো বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *