Manoranjan Bapari : ‘এবার এসপার ওসপার!’ দলের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ মনোরঞ্জনের? – hooghly balagarh mla manoranjan bapari has given statement against some tmc party leaders


তৃণমূলের একাংশের বিরুদ্ধে এবার ক্ষোভ উগরে দিলেন হুগলির বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। ফেসবুকে বিস্ফোরক পোস্ট করেন তিনি। হুগলি জেলার তৃণমূলের একাংশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন তিনি। নিজের বিধানসভা কেন্দ্রে তিনি ঢুকতে পারছেন না বলে দাবি করেছেন মনোরঞ্জন ব্যাপারী।

কী বললেন মনোরঞ্জন?

এদিন তিনি বলেন, ‘ কিছু লোক ছারপোকার মতো দলটাকে শেষ করছে।’ তাঁর কথায়, ‘আমি গুলি খেয়ে মারা যেতে পারি। আমি নিজের এলাকায় যেতে নিরাপত্তার অভাববোধ করছি।’ তাঁর কথায়, আমি ফেবসুকে কিছু লিখলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছে কিছু না বলতে। অথচ, আমি কেন সেটা লিখলাম খতিয়ে দেখা হচ্ছে না।

দল ছাড়ার ইঙ্গিত?

তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘আগামী ৭ জানুয়ারি রাত আটটার সময় আমি ফেসবুক লাইভ করতে চলেছি। বলা চলে শেষ জবাব দিতে চলেছি। সেদিন আমি কিছু নিজের কথা বলব আর কিছু আপনাদের মনের মধ্যে ঘুরপাক খাওয়া প্রশ্নেরও জবাব দেব। সাংবাদিক বন্ধুদেরও বলছি তৈরি থাকুন । তারপর ঘোষণা করবো আগামী দিনের কর্মসূচি। যাতে আমার বা তৃণমূল দলের লাভ হবে না ক্ষতি, সেটা আমি জানিনা। দুই তিন বছর অনেক অপমান অনেক সহ্য করেছি। আর নয়। লড়াই এবার এসপার ওসপার।’


তাঁর কথায়, এক মাটির মাফিয়া বালি মাফিয়া গাঁজার পাচারকারীদের সহায়ক জুয়ার বোর্ড চালানো উপনেতা- আমাকে চোর বলেছে খুনি বলেছে ধর্ষণ বলছে। আমি নাকি- মহাশ্বেতা দেবীর লেখা নিজের নামে ছাপিয়ে কয়েক লক্ষ না কোটি কামিয়েছি , সেই আমাকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলাগড়ের বিধায়ক বানিয়েছেন। আমি যদি এই তাহলে দিদি বা কেমন মানুষ ? তিনি আমার বিষয়ে কোন খোঁজ খবর নিলেন না ? আর এই দলটি বা কেমন ? যারা এমন একটা চোর ছ্যাচোরকে দলের সঙ্গে যুক্ত করলেন? তাহলে যে বিরোধীরা বলে ‘চোর চোর চোর চোর- তৃনমূলের সবাই চোর’ ! সেটা কি সত্যি? চোর ছাড়া দলে আর কোনও লোক নেই?

Kunal Ghosh : কেন হার নন্দীগ্রামে? কুণালের নিশানায় নেতৃত্বেরই একাংশ
অন্যদিকে, যে তৃণমূল যুব নেত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে মনোরঞ্জন, সেই যুব নেত্রী বলেন, ‘আমি দলের অনুগত সৈনিক। আমি দলকে জানিয়েছিল। আমাদের তরফে কোনও গোষ্ঠী দ্বন্দ্ব নেই। দল যা সিদ্ধান্ত নেয় সেটা শিরোধার্য।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *