এই সময়, রাজারহাট: দিন কয়েক আগেই নিউ টাউনে হকার উচ্ছেদ করার সময়ে এনকেডিএর কর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে এনকেডিএ-র কয়েকজন কর্মী জখম হয়েছিলেন। ওই অভিযানের পরেও নিউ টাউনের তারুলিয়া থেকে সব হকার সরানো যায়নি।
তাই পুনরায় হকার উচ্ছেদের আগে অশান্তি এড়াতে মঙ্গলরবার নিউ টাউনে এনকেডিএ ভবনে জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করল নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ(এনকেডি)। বৈঠকে জন প্রতিনিধিরা জানান, তাঁরা হকার উচ্ছেদ প্রক্রিয়ায় এনকেডিএকে সহযোগিতা করবেন।
তাই পুনরায় হকার উচ্ছেদের আগে অশান্তি এড়াতে মঙ্গলরবার নিউ টাউনে এনকেডিএ ভবনে জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করল নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ(এনকেডি)। বৈঠকে জন প্রতিনিধিরা জানান, তাঁরা হকার উচ্ছেদ প্রক্রিয়ায় এনকেডিএকে সহযোগিতা করবেন।
তারুলিয়া ঝিল পাড় এলাকায় গত কয়েকবছর ধরে প্রায় আড়াইশো ঝুপড়ি তৈরি হয়েছে। ওই এলাকায় পানীয় জল সরবরাহ, নিকাশি নালা তৈরি ও পার্ক তৈরির জন্য বেআইনি ঝুপড়ি দোকান উচ্ছেদের নোটিস দিয়েছিল এনকেডিএ। সেই দোকান উচ্ছেদকে কেন্দ্র করে গত ২৩ ডিসেম্বর উত্তেজনা ছড়ায়। সূত্রের খবর, আজ, বুধবার তারুলিয়াতে তিনটি ওয়ার্ডের কাউন্সিলারদের নিয়ে এলাকা পরিদর্শনের পরে অস্থায়ী ঝুপড়ি দোকান ভেঙে ফেলা হবে।