Civic Volunteer Bonus : জেলার সিভিক ভলান্টিয়াদের অ্যাডহক বোনাস বৃদ্ধি, বড় সিদ্ধান্ত রাজ্যের – district civic volunteer ad hoc bonus hike announced by west bengal government


কলকাতার সঙ্গে সমতা রেখে রাজ্য পুলিশের অধীনস্ত সিভিক ভলান্টিয়ারদের বাৎসরিক অ্যাডহক বোনাস ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫,৩০০ টাকা করা হল। বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বরাষ্ট্র দফতর। নবান্নের কর্তারা জানাচ্ছেন, রাজ্য পুলিশ এলাকায় কর্মরত সিভিক ভলান্টিয়ারদের অ্যাডহক বোনাস বাড়ানোর ব্যাপারে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল অনুমোদন দেওয়ার পরই সেই সিদ্ধান্ত কার্যকর করা হল।

এই নিয়েই আগেই কিছুটা জলঘোলা হয়েছিল। রাজ্যের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ উঠেছিল। সরব হয়েছিল বিরোধী দলগুলিও। স্বাভবিকভাবেই লোকসভা ভোটের আগে এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে এই সিদ্ধান্তে যারপরনাই খুশি সিভিকরা। উল্লেখ্য, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ মিলিয়ে রাজ্যে প্রায় ১ লাখ ২৫ হাজার সিভিক ভলান্টিয়ার রয়েছেন। রাজ্যের এই সিদ্ধান্তে তাঁরা উপকৃত হতে চলেছেন বলে মনে করা হচ্ছে।

লোকসভা নির্বাচনের আগেই রাজ্যে চমকের পর চমক। কিছুদিন আগেই রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের পর এবার রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের বাৎসরিক অ্যাডহক নিয়েও উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিল নবান্ন।

উল্লেখ্য, এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা সমহারে পুজোর বোনাস পেতে চলেছেন। এই নিয়ে কোনও পক্ষপাতিত্ব করা হচ্ছে না বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কিছু রাজনৈতিক দল অপপ্রচার করছে। তাঁদের পুজোর বোনাসের ক্ষেত্রে কোনও তরিতফাত নেই বলেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলান্টিয়ররা পুজোতে পাঁচ হাজার ৩০০ টাকা বোনাস পাবেন। রাজ্যের স্বাস্থ্য বিভাগে কর্মরত আশাকর্মীরাও একইহারে বোনাস পাবেন বলেও ঘোষণা করেছিলেন তিনি। উল্লেখ্য, তার আগে বিজেপি অভিযোগ করেছিলকলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের সঙ্গে রাজ্য পুলিশের কর্মরত সিভিক ভলান্টিয়ারদের বোনাসের তফাত রয়েছে।

কেন একই কাজের জন্য ভিন্ন হারে বোনাস দেওয়া হবে, তা নিয়েও উঠেছিল প্রশ্ন। আর এই প্রসঙ্গেই উঠে আসে অ্যাডহক বোনাসের কথাও। এই বৈষম্য নিয়ে অতীতেও একাধিকবার জলঘোলা হয়েছে। এবার এই নিয়ে পদক্ষেপ করল নবান্ন। স্বাভাবিকভাবেই এই ঘোষণার পর জেলা সিভিক ভলান্টিয়ার মহলে রীতিমতো খুশির হাওয়া বইছে। নতুন বছরে এই উপহারে খুশি তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *