আদিবাসী নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, রক্তক্ষরণে দফায় দফায় অজ্ঞান নির্যাতিতা


প্রসেনজিৎ মালাকার:  ফের ধর্ষণ বীরভূমে(Birbhum)। এবার নানুরের এক আদিবাসী নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে যায় ওই নাবালিকা। পাড়ায় চলছিল উৎসব, তার মাঝেই নির্যাতনের শিকার নাবালিকা।

আরও পড়ুন-Ration Scam: TMC নেতার বাড়িতে তল্লাশি অভিযান, রণক্ষেত্র সরবেড়িয়া, আক্রান্ত ED, রক্তাক্ত জি ২৪ ঘণ্টার চালক…

বীরভূমের নানুরের থুপসারা গ্রামে এক আদিবাসী নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে পাশের গ্রামের দুই যুবকের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে যায় ওই নাবালিকা। ওই নাবালিকা ব্রাহ্মণখন্ড বাসাপারা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার বান্না উৎসব উপলক্ষে পাড়াতে অনুষ্ঠান চলছিল গান বাজনা হচ্ছিল। রাত ১১ টা নাগাদ ওই নাবালিকা মূত্রত্যাগ করার জন্য মাঠের ধারে যায় সেই সময় পাশের গ্রামের দুই যুবক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে, এর জেরে জ্ঞান হারায়। জ্ঞান ফিরলে ওই নাবালিকা লজ্জায় পাশের গ্রামের ঠাকুমার কাছে চলে যায়। ঠাকুমাকে বিষয়টি জানালে তারপর ঠাকুমা এসে নাবালিকার মা-বাবার সাথে কথা বলে বিষয়টি জানায়।

আরও পড়ুন- GI Tag on Bengal Handloom Saree: তাঁতিদের মুখে হাসি, বাংলার তিন শাড়ি পেল GI স্বীকৃতি…

নাবালিকা রাত্রিতে একাধিকবার অজ্ঞান হয়ে যায়। বিপুল পরিমাণে রক্তক্ষরণ হয়। তারপর, নাবালিকার মা-বাবা তড়িঘড়ি বোলপুর মহকুমা হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে চিকিৎসা করে বলেন ধর্ষণ করা হয়েছে। তারপর নাবালিকার মা-বাবা নানুর থানায় এসে দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওই নাবালিকাকে রক্ত দিতে হচ্ছে বলে জানা যায়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে নাবালিকার মা বাবা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *