সেচ খাল সংস্কারের নামে লক্ষ লক্ষ টাকার গাছ কেটে সাফ? many trees fell down on the banks of agricultural canal flowing through bolepur to kirnahar road Birbhum


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় ৩২ কিলোমিটার সেচ খাল সংস্কারের নামে লক্ষ লক্ষ টাকার গাছ কেটে সাফ! অভিযোগ অন্তত তেমনই। বন দফতরের অনুমতি ছাড়াই সেচ খালের দুদিকে হাজার হাজার বড় বড় গাছ কেটে নেওয়ার অভিযোগ। সরকারের কোন দফতর এই বিপুল পরিমাণে গাছ কাটল? কোন খাতে গেল এই টাকা? কোনও সদুত্তরই নেই। 

আরও পড়ুন: Malbazar: শ্রীরামদর্শনে ডুয়ার্স থেকে টানা সাইকেলে অযোধ্যার রামমন্দিরে যুবক…

বন বিভাগের বোলপুর রেঞ্জের রেঞ্জার প্রদীপ হালদার বলেন, গাছ কেটে নেওয়ার কোনও তথ্য আমরা পাইনি। এখন শুনলাম শুধু গুঁড়ি পড়ে আছে। আমাদের কাছে কোনও অনুমতি নেওয়া হয়নি!

বোলপুর থেকে কীর্ণাহার যাওয়ার রাস্তার ধারে প্রায় ৩২ কিলোমিটার একটি সেচ খাল রয়েছে। কমপক্ষে ৬টি পঞ্চায়েত উপর দিয়ে বয়ে গিয়েছে খালটি। এই খাল থেকে কংকালীতলা গ্রাম পঞ্চায়েত-সহ বিপ্রটিকুরি, কীর্ণাহার ১ ও ২ গ্রাম পঞ্চায়েত, দাসকলগ্রাম ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের মানুষ চাষের জল পেয়ে উপকৃত হন। 

এই খালটির সংস্কারকাজ শুরু হয়েছে। দেখা যাচ্ছে, খাল সংস্কার করতে গিয়ে খালের দুদিকে থাকা হাজার হাজার গাছ কেটে সাফ করে দেওয়া হয়েছে। প্রায় ১ মাস ধরে চলছে অপ্রয়োজনীয় এই বৃক্ষনিধনযজ্ঞ৷ বন দফতরের কাছ থেকে কোনও অনুমতি না নিয়েই কীভাবে লক্ষ লক্ষ টাকার গাছ কেটে ফেলা হল? সরকারের কোন দফতর গাছগুলি কাটল? কোন খাতে গেল বিপুল পরিমাণ গাছ কাটার টাকা?

আরও পড়ুন: Kalna: দেওয়াল ফাটা, মিড ডে মিলের রান্না খোলা জায়গায়, স্কুলে ঘুরছে কুকুর-ছাগল-হাঁস…

স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচলতি মানুষজন জানাচ্ছেন, সেচখালের দুদিকেই প্রচুর গাছ ছিল। ছোট-বড় গাছের জঙ্গল ছিল। সেই সব কেটে সাফ করে দেওয়া হয়েছে। এই বিপুল পরিমাণ গাছ কেটে নেওয়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ স্থানীয়দের।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *