Bike At low Price : খরচ মাত্র ৬ হাজার! বাইক তৈরি করে তাক লাগাল বোলপুরের একাদশ শ্রেণির ছাত্র রূপম – visva bharati school class 10 student make bike in just 6 thousand rupees


ছোট থেকেই বাইক এবং প্রযুক্তির প্রতি তাঁর অগাধ ভালোবাসা। ইতিমধ্যেই বেশকিছু গেজেট তৈরি করে স্কুল কর্তৃপক্ষের নজরে এসেছে সে। কিন্তু, মাধ্যমিক পাশ করার পর একটি বাইক তৈরি করার জেদ চাপে তাঁর। আর সেই ভাবনা অনুযায়ী, বাবার পুরনো বাইকের ইঞ্জিন খুলে নতুন আঙ্গিকে একটি বাইক তৈরি করে তাক লাগাল বিশ্বভারতীর একাদশ শ্রেণির ছাত্র রূপম সরকার। বহু চেষ্টার পর নিজের লক্ষ্যে সফল হয় সে।

এই বাইকের নাম দেওয়া হয়েছে ভেনম। তা নিয়ে প্রথমদিন স্কুলে আসতেই অবাক শিক্ষক থেকে সহপাঠী সকলেই। একাদশ শ্রেণির একজন ছাত্র এভাবে বাইক তৈরি করবে তা ভাবতেও পারেননি অনেকেই। তবে শুধু বাইক নয়, চারচাকার গাড়িও তৈরি করতে চান রূপম।

বারুই থানার বাতিকার অঞ্চলের বাসিন্দা রূপম। তাঁদের বর্তমান ঠিকানা বোলপুর শ্রীনিকেতন ব্লকের শুরুল গ্রাম। একটি বাড়ি ভাড়া নিয়ে থাকেন রূপম ও তাঁর পরিবার। ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি তাঁর অমোঘ টান। ছবি আঁকতে বেশ ভালোবাসেন তিনি। তবে প্রকৃতি, ঘরবাড়ি নয়, বিভিন্ন বাইকের ছবি আঁকতে ভালো লাগে তাঁর। এমনকী, বিগত দিনে বিভিন্ন মডেলের বাইকের ছবি এঁকে বেশ কিছু সংস্থায় পাঠিয়েছে সে।

আর এরপরেই উৎসাহ পায় সে। তবে পরিবারের কড়া নির্দেশ ছিল, আগে মাধ্যমিকে ভালো ফলাফল করতে হবে। তারপর অন্য কোনওদিকে নজর দিতে পারবে। রূপম মাধ্যমিকে ৭৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করে। এরপরেই বাইক তৈরির কাজ শুরু করে সে। বাইক তৈরির সরঞ্জাম হিসেবে ব্যবহার করে অকেজ হয়ে পড়ে থাকা বাবার পুরনো বাইক। এই বাইক তৈরির জন্য পিভিসি পাইপ , মেসিনারি বোর্ড সহ বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে সে। রূপমের দাবি, মাত্র ছয় হাজার টাকায় বাইকটি তৈরি করে সে।

এদিকে ছেলের কর্মকাণ্ড নিয়ে ইন্দ্রনারায়ণ সরকার বলেন, ‘এই বয়েসে ছেলে যা করেছে তা সত্যিই প্রশংসনীয়। তবে ওকে বলা হয়েছে আগে পড়াশোনাকে প্রাধান্য দিতে।’ অন্যদিকে, মহম্মদ মোজাহারুল হামিদ, নিবেদিতা সাহা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা বলেন, ‘বিশ্বভারতীতে হাতে-কলমে শিক্ষা দেওয়াকে প্রাধান্য দেওয়া হয়। কারণ বীন্দ্রনাথ ঠাকুর এমন শিক্ষা ব্যবস্থাই চেয়েছিলেন। রূপম যে উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। তবে ওকে বলেছি লাইসেন্স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে এবং হেলমেট অবশ্যই পরতে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *