সাংবাদিকতায় ১৭ বছর। বর্তমান পত্রিকায় শুরু সাংবাদিকতার কেরিয়ার। এই সংবাদপত্রের হয়ে হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা। রাজ্যের সাড়া জাগানো বেশ কিছু ঘটনা সামনে থেকে দেখা। করোনাকালে ‘এই সময়’-এ যোদ দেওয়ার আগে দীর্ঘদিন আনন্দবাজারে সাংবাদিকতা। রাজনীতির পালাবদল থেকে রাজনীতিবিদদের ভোলবদল— পছন্দের খবরের তালিকায় পয়লা নম্বরে রাজনীতি-কূটনীতি। এ ছাড়াও বরাবরের পছন্দের বিষয় পরিবেশরক্ষা, সমাজ-সংস্কৃতি-স্বাস্থ্য। আন্তর্জাতিক সীমান্ত, পাচার ও তার বিভিন্ন সমস্যা, প্রান্তবাসীদের জীবন নিয়ে একাধিক লেখা রয়েছে। ভালো লাগে অপরাধ জগতের অজানা তথ্য তুলে আনতে। কাজের বাইরে পরিবারের সঙ্গে সময় কাটানোই প্রায়োরিটি পায়। পছন্দ বই পড়া-গান শোনা, হাত-খুন্তি নিয়ে নেমে পড়া। সময় পেলে এদিক সেদিক ঘোরা আর নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ জমানো আর বিভিন্ন খাবার চেখে দেখাতেই আনন্দ।Read More
West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল