Darjeeling Toy Train : চার দিনে দু’বার বেলাইন টয় ট্রেন – darjeeling toy train derailed again in four days


এই সময়, শিলিগুড়ি: ফের বেলাইন হলো টয় ট্রেন। বৃহস্পতিবার দুপুরে দার্জিলিং স্টেশন থেকে পর্যটকদের নিয়ে ঘুমের উদ্দেশে বার হওয়ার পরেই কাকঝোরায় ট্রেনের একটি বগি লাইন থেকে নীচে পড়ে যায়। তবে ওই ঘটনায় কেউ জখম হননি। ট্রেনে ৫৯ জন পর্যটক ছিলেন।

প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টার পরে রেলকর্মীরা বেলাইন হওয়া বগিটিকে ফের লাইনে তুলে দেন। এর পরে যাত্রী নিয়ে ট্রেনটি ঘুম স্টেশন থেকে বাতাসিয়া লুপ হয়ে ফের দার্জিলিং স্টেশনে ফেরে। পয়লা জানুয়ারি পর্যটকদের নিয়ে জয় রাইডে বার হয়ে একই জায়গায় টয় ট্রেনের স্টিম ইঞ্জিন বেলাইন হয়।

ইঞ্জিন বেলাইন হওয়ায় সেদিন আর ট্রেন চালাতে পারেননি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। এদিনও দুর্ঘটনার খবর পেয়ে রেলের কর্তারা ঘটনাস্থলে যান। কেন বার বার টয় ট্রেনের ইঞ্জিন এবং বগি বেলাইন হচ্ছে তা খতিয়ে দেখার কাজ চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *