Nisith Pramanik : নিশীথকে গ্রেপ্তারের দাবিতে আজ থানা ঘেরাওয়ের ডাক – trinamool called protest dinhata police station today for state home minister nisith pramanik arrest


এই সময়, কোচবিহার ও জলপাইগুড়ি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের রক্ষাকবচের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার নিশীথের জামিন নাকচ করতেই তাঁকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে তৃণমূল। আজ শুক্রবার দিনহাটা থানা ঘেরাও করে খুনের মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে গ্রেপ্তারের দাবি জানানোর সিদ্ধান্ত নিয়েছেন জেলা নেতৃত্ব।

বৃহস্পতিবার সিতাই বিধানসভার গোসানিমারিতে তৃণমূলের কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহের দাবি, ২০১৮ সালে গোসানিমারিতে তৃণমূল পঞ্চায়েত সদস্য আবু মিঞা খুনের মামলায় অভিযুক্ত ছিলেন বিজেপির মন্ত্রী নিশীথ প্রামাণিক। বৃহস্পতিবার সেই মামলায় নিশীথ প্রামাণিকের জামিন না মঞ্জুর করেছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। খুনে অভিযুক্ত নিশীথ প্রামাণিককে যাতে পুলিশ দ্রুত গ্রেপ্তার করে সে ব্যাপারে দিনহাটা থানা ঘেরাও করে পুলিশের উপরে চাপ তৈরি করা হবে।’

এরপরে দলের বিধায়ক জেলা সভাপতি ও অন্য নেতৃত্বরা কর্মীদের নিয়ে দিনহাটা থানা ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছেন৷ ২০১৮ সালের এপ্রিলে গিতালদহ গ্রামে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আবু মিঞার বাড়িতে হামলার অভিযোগ উঠেছিল নিশীথ প্রামাণিক ও তার শিবিরের বিরুদ্ধে৷ অভিযোগ গুলি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়েছিল আবু মিঞার ওপরে। তার স্ত্রী বাঁচাতে এলে তাঁকেও মারধর করা হয়েছিল।

এছাড়াও ছেলে আসাদুল মিঞা বাবাকে বাঁচাতে গেলে তার পায়েও গুলি লেগেছিল বলে অভিযোগ৷ সেই ঘটনার পরেই উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। খুনের মামলায় নাম জড়ায় নিশীথের ওই মামলায় রক্ষাকবচের জন্য জামিনের আবেদন জানালেও তা নাকচ করে দিয়েছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। উল্লেখ্য,বাবার খুনের পরে ছেলে আসাদুলকে এ বছর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে টিকিট দিয়েছিল তৃণমূল। আসাদুল জিতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য হয়েছেন৷

এদিন এই রায়ের খবর শুনে তিনি দলের মঞ্চে বলেন, ‘একজন খুনি কোনও ভাবেই স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হতে পারেন না৷ তার বাবার খুনির শাস্তির দাবিতে সকলকে দিনহাটা থানা ঘেরাও করে সোচ্চার হতে বলেন তিনি৷’ শুক্রবার কোচবিহারে সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিতে আসতে পারেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কোচবিহারে সাংগঠনিক মিটিং এর পাশাপাশি দিনহাটায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি যেতে পারেন সুকান্ত মজুমদার।

Nisith Pramanik : নিশীথের ঘর ভাঙলেন উদয়ন, কেন্দ্রীয় মন্ত্রীর দুই ভাই এবার ঘাসফুল শিবিরে
সেক্ষেত্রে ফের দুই দলের একই দিনে কর্মসূচি ঘিরে আরও উত্তপ্ত হয় রাজনীতি। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারী সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী জানান, ডিভিশন বেঞ্চ এদিন রক্ষা কবজের আবেদন নাকচ করে দিয়ে ২২ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

রক্ষাকবজ নাকচ হয়ে যাওয়ায় পুলিশ চাইলে নিশীথ প্রামাণিককে গ্রেপ্তার করতে পারবে বলে সহকারি সরকারি আইনজীবী অদিতিশঙ্কর চক্রবর্তী জানিয়েছেন। বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে জানান, ‘নিশীথ প্রামাণিকের আইনি বিষয় নিয়ে আইনগত ভাবে লড়বে বিজেপি। তবে এসব নিয়ে তৃণমূল কংগ্রেস থানা ঘেরাও এর নামে নোংরা রাজনীতি করছে৷’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *