Upper Primary Recruitment : ‘…৭ দিনের মধ্যে নিয়োগ’, আপার প্রাইমারি নিয়ে বড় মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর – bratya basu says west bengal government will recruit in upper primary with in 7 day of court order


নিয়োগের দাবি জানিয়ে পথে নেমে আন্দোলন করছেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার তাঁরা কলকাতায় মিছিল করেন। সঙ্গে ছিল বিক্ষোভ সমাবেশও। এবার আপার প্রাইমারির নিয়োগ নিয়ে বড় মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানালেন, আইনি জটে আটকে রয়েছে চাকরিপ্রার্থীদের নিয়োগ। তা কাটার সাত দিনের মধ্যে নিয়োগ করা হবে।

আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
নিয়োগের দাবিতে এবার প্রতিবাদে সরব হয়েছেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। তাঁরা বৃহস্পতিবার শহর কলকাতায় মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেন। চাকরিপ্রার্থীদের দাবি, দশ বছর ধরে ১৪ হাজারের বেশি শূন্যপদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়নি। তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান।

ঠিক কী বলেছেন শিক্ষামন্ত্রী?

চাকরির দাবিতে এই আন্দোলনের মাঝেই বড় মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বৃহস্পতিবার বাংলা অ্যাকাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। আর সেখানেই আপার প্রাইমারি নিয়োগ প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে ব্রাত্য বসু বলেন, ‘এই গোটা বিষয়টিই আদালতে আটকে আছে। আমরা কিছু এখানে করতে পারি না। পর্ষদের আইনজীবীদের তরফে আবেদনও করা হয়েছে। যদি আদালতে এই ঘটনার জট ছেড়ে যায় তাহলে তার সাতদিনের মাথায় নিয়োগ করব।’

নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রীর এই আশ্বাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অর্থাৎ তিনি স্পষ্ট করেছেন, আইনি জটিলতার কারণেই এই নিয়োগ বিষয়টি আটকে রয়েছে। এই নিয়ে সদোর্থক মনোভাব রাজ্যের।

কী বলছেন আন্দোলনকারীরা?
ব্রাত্য বসুর আশ্বাস প্রসঙ্গে আন্দোলনকারীদের প্রশ্ন করা হলে তাঁরা বলেন, ‘যে আইনি জট তৈরি হয়েছে তা ছাড়ানোর জন্য রাজ্যকেই পদক্ষেপ করতে হবে।’ এখানেই শেষ নয়, আন্দোলনকারীদের আরও মন্তব্য, ‘এর আগেও তাঁরা এই ধরনের আশ্বাস পেয়েছিলেন। কিন্তু, লাভের লাভ কিছু হয়নি। পরিবর্তে তাঁদের আন্দোলনের পথে হাঁটতে হয়েছে।’

এর আগে সম্প্রতি এসএলএসটি চাকরিপ্রার্থীরা রাজপথে নেমে প্রতিবাদ করেছিল। তাঁদের সঙ্গে বৈঠকও করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ফেব্রুয়ারি মাসের মধ্যে নিয়োগ জট কাটবে বলেই আশাবাদী তাঁরা।

Primary Teacher Recruitment : নতুন বছরের আগেই সুখবর, প্রধান শিক্ষক পদে নিয়োগ ১৯৫০
উল্লেখ্য, রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে হইচই পড়ে গিয়েছে। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, গ্রেফতার হয়েছেন মানিক ভট্টাচার্য, শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় প্রতিদিনই নতুন নতুন তথ্য উঠে আসছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *