WBSEDCL Electricity Bill : বিদ্যুৎ চুরির করে জরিমানা গুনতে হচ্ছে মোটা টাকা, এল বিল! জেলাজুড়ে হইচই – wbsedcl fine 1 crore 40 lakh rupees only from purulia in 2023


স্বচ্ছল পরিবার, কিন্তু তারাই বিদ্যুৎ চুরির সঙ্গে যুক্ত। বিদ্যুৎ বণ্টন সংস্থার রেকর্ডে উঠে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ২০২৩ সালে পুরুলিয়ায় বিদ্যুৎ চুরির জন্য এক কোটি ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে বিদ্যুৎ বণ্টন সংস্থার পক্ষ থেকে। ইতিমধ্যেই জরিমানা বাবদ সংস্থার ভাঁড়ারে এসেছে ৮৪ লাখ টাকা।

জানা যাচ্ছে, বিদ্যুৎ চুরি ঠেকানোর জন্য গড়া হচ্ছে একাধিক দল। আর এই দলগুলি জেলায় একাধিক জায়গাতে নিয়মিত অভিযান চালাচ্ছে। জেলা বিদ্যুৎ দফতরের এক কর্তা জানান, কোভিডের সময় সেভাবে সশরীরে গিয়ে অভিযোগ খতিয়ে দেখার সুযোগ হত না। আর সেই কারণেই অভিযোগের সংখ্যা অপেক্ষাকৃত অনেকটাই কম ছিল। কিন্তু, বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। জেলায় কোনওভাবেই যাতে বিদ্যুৎ চুরির ঘটনা না ঘটে সেই জন্য নতুন করে তৈরি করা হয়েছে একাধক দল। আর টিমগুলিতে থাকছেন ডিভিশনাল ম্যানেজাররাও।

কোনও জায়গায় যদি এই ধরনের অভিযোগ সামনে আসে সঙ্গে সঙ্গে টিমের তরফ থেকে সেখানে হানা দেওয়া হয়। এরপরেই সংশ্লিষ্ট জেলায় অনেকটাই কমছে বিদ্যুৎ চুরির অভিযোগ। জানা গিয়েছে, পুরুলিয়া শহর থেকেও একাধিক বিদ্যুৎ চুরির অভিযোগ সামনে আসে। সবথেকে কম বিদ্যুৎ চুরির অভিযোগ এসেছে পুরুলিয়া থেকে।

আধিকারিকরা জানাচ্ছেন, কোনও দরিদ্র পরিবারের সদস্যরা নন, এই ধরনের ঘটনাগুলির ক্ষেত্রে অভিযুক্তরা অনেক সময় দেখা যাচ্ছে স্বচ্ছল পরিবারের। যাঁরা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের মোটা টাকা জরিমানা গুণতে হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকদের দাবি, যাতে একজনকে জরিমানা দিতে দেখে বাকিরা সতর্ক থাকেন সেই জন্যই এই পদক্ষেপ করা হয়েছে।

রাজ্যের বিদ্যুৎ বণ্টন সংস্থার এক কর্তার কথায়, ‘আমাদের প্রাথমিক কাজ সাধারণ মানুষকে সচেতন করা। এর জন্য নিয়মিত প্রচার চালাতে হবে। সাধারণ মানুষ যদি সতর্ক না হন সেক্ষেত্রে এই ধরনের ঘটনা রোখা সম্ভব নয়। আমাদের টিমের তরফে নিয়মিত প্রচার অভিযান চালানো হচ্ছে। সাধারণ মানুষকে হুকিং না করার বিষয়ে যেমন বোঝানো হচ্ছে তেমনই তাৎক্ষনিক লাভের কথা চিন্তা করে আগামীর জন্য তাঁরা বড় বিপদ ডেকে আনছেন, সেই বিষয়টিও জানানো হচ্ছে।’

প্রসঙ্গত, করোনার সময় এই ধরনের সশরীরে নজরদারি সমস্ত জেলাতেই কমেছিল। তাই বেশিরভাগ জেলাতেই অভিযোগের সংখ্যা ছিল অনেকটাই কম। কিন্তু, ফের একবার জেলায় জেলায় শুরু হয়েছে কড়া নজরদারি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *