Awas Yojana : আবাস যোজনায় কেন্দ্র-রাজ্য কে বেশি টাকা দেয়? দেওয়াল লিখে প্রচার দুবরাজপুরে – dubrajpur municipality giving expenditure details of pradhan mantri awas yojana on wall writing


আবাস যোজনায় আর্থিক সাহায্য থেকে বাংলাকে বঞ্চিত করছে রাজ্য সরকার। এমনই অভিযোগ তুলে রাজ্যব্যাপী আন্দোলন চালিয়ে আসছে তৃণমূল কংগ্রেস। আবাস যোজনায় কোন সরকার কত খরচ করে, অর্থ বণ্টনের অংশীদার কার বেশি? সেই হিসাব দিয়ে এবার দেওয়াল লিখন হচ্ছে বীরভূম জেলার দুবরাজপুরে। আবাস যোজনায় যে অর্ধ নির্মিত হয়ে রয়েছে তার গায়ে লিখে দেওয়া

কী জানা যাচ্ছে?

আবাস যোজনা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চলছে দীর্ঘদিন ধরেই। এবার ঠিক লোকসভা ভোটের আগে আবাস ইস্যু নিয়ে রাজনৈতিক সংঘাত শুরু তৃণমূল-বিজেপির। আবাস যোজনায় কে কত টাকা দেয়? উল্লেখ করে দেওয়াল লিখন দুবরাজপুরে। সেই নিয়েই শুরু রাজনৈতিক তরজাও।

কী জানানো হচ্ছে দেওয়াল লিখনে?

গত কয়েকদিন ধরে বীরভূমের দুবরাজপুরে যে সমস্ত আবাস যোজনার বাড়ি রয়েছে সেখানে প্রকল্পের নাম ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ লেখার পাশাপাশি উপভোক্তার নাম লেখা হচ্ছে। তবে সব থেকে উল্লেখযোগ্যভাবে রাজ্য সরকার ওই প্রকল্পের জন্য কত টাকা দিয়ে থাকে এবং কেন্দ্র সরকার কত টাকা দিয়ে থাকে সেটাও উল্লেখ করা হচ্ছে। দুবরাজপুর পুরসভার তরফে বিস্তারিত হিসাব দিয়ে এই দেওয়াল লিখন করা হচ্ছে।
যা দেখে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে, বিজেপি যেভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে প্রকল্পের প্রচার করত। সেই প্রচার যেন রাজ্য সরকারের পক্ষে যায় এবং মানুষ যেন বুঝতে পারে যে কেবল কেন্দ্র নয়, এই প্রকল্পে কেন্দ্রের থেকেও বেশি টাকা রাজ্য দেয়। তা সাধারণ মানুষকে জানান দেওয়ার উদ্দেশ্যেই এই প্রচার কৌশল নেওয়া হয়েছে বলে ধারণা।

Pradhan Mantri Awas Yojana : থমকে আবাস যোজনায় বাড়ি তৈরির কাজ? জানুন কী ভাবে মিলবে সমাধান
কী বললেন পুরপ্রধান?

দুবরাজপুর পুরসভার পুর প্রধান পীযূষ পাণ্ডে জানান, বাড়ি নির্মাণের জন্য যে ৩ লাখ ৬৮ হাজার টাকা প্রয়োজন, তার মধ্যে ১ লাখ ৯৩ হাজার টাকা রাজ্য সরকার দিচ্ছে। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য আর কোনও টাকা দিচ্ছে না। তিনি বলেন, ‘ আমরা গত আগস্ট মাস থেকে উপভোক্তাদের কোনও টাকা দিতে পারছি না। আমরা সাধারণ মানুষকে জানিয়ে দিচ্ছি, আমরা এই প্রকল্পে বেশি অর্থ প্রদান করছি।’ মানুষকে এই হিসাব জানানো দরকার বলেই জানান পুরপ্রধান।

কী বলছে বিজেপি?

তবে এই ঘটনায় সমালোচনা বিজেপির। তৃণমূল পরিচালিত পুরসভার এই উদ্যোগকে ‘ নাটক’ বলে ব্যাখ্যা দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহার। তাঁর কথায়, এই প্রকল্পের নাম আগে বদলে দিয়েছিল রাজ্য সরকার। এই প্রকল্পের টাকা দুর্নীতি করে তৃণমূল লুঠে নিয়েছে বলে দাবি করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *