DYFI Brigade Rally : মীনাক্ষীরা আশাবাদী, যুবদের ডাকা ব্রিগেড থেকে অক্সিজেন চাইছে বাম শিবির – dyfi brigade rally preparation going in full swing with cpim west bengal


বিধানসভায় ‘শূন্য’! কুছ পরোয়া নেহি। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে উৎসাহ, উদ্দীপনা রয়েছে ষোলো আনা। সেই উচ্ছ্বাস এবং বঙ্গ রাজনীতির আবেগ ‘ব্রিগেড’ সমাবেশকে কেন্দ্র করে জোর কদমে প্রস্তুতি ডিওয়াইএফআইয়ের। পক্ষান্তরে বলা যায় বামাদেরই। দলের যুব সংগঠনের ব্যানারে প্রথম ব্রিগেড মাঠে সমাবেশের আয়োজন, রবিবারের সভা কতোটা সফল হবে? প্রশ্নের উত্তর পেতে মুখিয়ে রয়েছে লাল ঝান্ডার দল।

কী প্রস্তুতি নেওয়া হয়েছে?

জ্যোতি বসু, বিমান বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, বামেদের ব্রিগেডে তারকা বক্তার তালিকা দীর্ঘ। আবেগটাও বহুদিনের। সেই ময়দানে এবারের মঞ্চ বাঁধা হয়েছে পার্ক স্ট্রিট অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের দিকে মুখ করে। মূল মঞ্চ তৈরি হচ্ছে দৈর্ঘ্য ৩২ ফুট এবং চওড়ায় ২৪ ফুট। দ্বি-স্তরীয় মূল মঞ্চ। যেখানে থাকবে চার ফুট বাই চার ফুটের রস্টাম। সেখানে দাঁড়িয়েই একের পর এক বক্তৃতা করবেন দলের নেতা-নেত্রীরা। মূল মঞ্চের ডান এবং বাম দিকে দৈর্ঘ্যে ৪০ ফুট এবং চওড়ায় ৪০ ফুটের দুটি আলাদা মঞ্চ থাকছে। ময়দানের আশেপাশে লাগানো হয়েছে প্রায় ৬৫০টি বাইক।

আসতে শুরু করেছেন কর্মীরা

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাম কর্মী সমর্থকরা ইতিমধ্যে আসতে শুরু করছেন কলকাতায়। সিপিএম পার্টি অফিসগুলিতে, রানি রাসমণি রোডের একটি লেন এবং ধর্মতলার মেট্রো চ্যানেলের পিছনে অস্থায়ী তাঁবু তৈরি করে রাখার ব্যবস্থা করা হয়েছে। রবিবার সকালে মোট সাতটি অভিমুখ থেকে মিছিল এসে জড়ো হবে ময়দানে। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, শ্যামবাজার, হাজরা, পার্ক সার্কাস, সেন্ট্রাল মেট্রো স্টেশন এবং সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে আসবে মিছিল।

CPIM West Bengal : টুম্পা সোনা অতীত! ‘ডিম-পাউরুটি’র তালে এবার ব্রিগেড চলোর ডাক সিপিএমের
বক্তৃতায় থাকবেন কারা?

খাতায় কলমে কাল DYFI-এর ব্রিগেড। তবে, দলের যুব সংগঠনের নেতৃত্ব ছাড়াও ছাত্র সংগঠন, শীর্ষ সংগঠনের নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। অবশ্যই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তৃতা। এছাড়াও সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিএম নেতা কলতান দাশগুপ্ত, প্রাক্তন যুব নেতা আভাস রায়চৌধুরীর বক্তব্য কালকের মঞ্চ থেকে শোনা যাবে বলে জানা গিয়েছে।
রবিবারের সভায় নিহত সিপিএম কর্মীদের পরিবারের সদস্যরা, বেশ কিছু পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা, বিভিন্ন জেলার শিল্পাঞ্চলের শ্রমিকরা, গিগ শ্রমিকরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। গোটা রাজ্য থেকে শয়ে শয়ে বাসে কর্মী-সমর্থকরা সভায় আসবেন বলে জানিয়েছে বাম যুব সংগঠনের নেতৃত্ব। দিনের শেষে কর্মী, সমর্থকদের যাতে ‘শূন্য’ হাতে না ফিরতে হয়, লোকসভা নির্বাচনের আগে সেই আশাতেই রয়েছে কমরেডরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *