বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে ৭ তারিখ রবিরার হাওড়া থেকে ৩৭৩১৫, তারকেশ্বর থেকে ৩৭৩২৬, ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯, কাটোয়া থেকে ৩৭৭৪৮, ০৩০৯৫ ও আজিমগঞ্জ থেকে ০৩০৯৬ নম্বর ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি ৩৭৩৬১ হাওড়া-আরামবাগ লোকাল নিজের শেষ গন্তব্যের পরিবর্তে তারকেশ্বর পর্যন্ত যাবে। একইভাবে ৩৭৩৬২ আরামবাগের পরিবর্তে ছাড়বে তারকেশ্বর থেকে।
অন্যদিকে হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস বালি স্টেশনে ১০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। একইভাবে ১২৩০৪ নতুন দিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেস আসানসোল ডিভিশনে ৪৫ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। ৩৭৩২৮ তারকেশ্বর-হাওড়া লোকাল ১১টা ১৫ মিনিটের পরিবর্তে ১১টা ৪৫ মিনিটে ছাড়বে। পাশাপাশি ১২৩৩৮ বোলপুর শান্তিনিকেতন-হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস ১টা ১০ মিনিটের পরিবর্তে ১টা ৪৫ মিনিটে ছাড়বে বলে জানা গিয়েছে।
শিয়ালদা লাইনেও বাতিল ট্রেন
এদিকে রেলের কাজের জন্য আজ শনিবার ও আগামীকাল রবিবার শিয়ালদা মেইন লাইনেও বেশকিছু ট্রেন বাতিল থাকার কথা ঘোষণা করা হয়েছে রেলের পক্ষ থেকে। একইসঙ্গে যাত্রাপথও সংক্ষিপ্ত করা হবে কিছু ট্রেনের।
আজ যে ট্রেনগুলি বাতিল
শিয়ালদহ থেকে রানাঘাট : আপ ৩১৬২৯, ৩১৬৩১, ০৩১৩৯ এবং ডাউন ৩১৬৩২, ৩১৬৩৪
শিয়ালদহ থেকে শান্তিপুর : আপ ৩১৫৩৯, ৩১৫৪১ এবং ডাউন ৩১৫৪০, ৩১৫৪২
শিয়ালদহ থেকে কৃষ্ণনগর জংশন : আপ ৩১৮৪১ ও ডাউন ৩১৮৪৪
শিয়ালদহ থেকে গেদে : আপ ৩১৯২৯ এবং ডাউন ৩১৯২৮
শিয়ালদহ থেকে লালগোলা : আপ ০৩১৯১ এবং ডাউন ০৩৭১২
কল্যাণী সিমন্ত থেকে নৈহাটি : ডাউন ৩১১৯২
আগামীকাল যে ট্রেনগুলি বাতিল থাকবে
শিয়ালদহ থেকে রানাঘাট : আপ ৩১৬১১, ৩১৬১৫ ও ডাউন ৩১৬১২, ৩১৬১৪
শিয়ালদহ থেকে শান্তিপুর : আপ ৩১৫১১, ৩১৫১৩ এবং ডাউন ৩১৫১২, ৩১৫১৪
শিয়ালদহ থেকে কৃষ্ণনগর : আপ ৩১৮১১, ৩১৮১৭ এবং ডাউন ৩১৮১২, ৩১৮১৪
শিয়ালদহ থেকে গেদে : আপ ৩১৯১১, ৩১৯১৫ এবং ডাউন ৩১৯১২, ৩১৯১৪
প্রসঙ্গত, মাঝে মধ্যেই শিয়ালদা ও হাওড়া শাখায় কিছুকিছু ট্রেন বাতিলেরর খবর পাওয়া যায়। বেশিরভাগ সময়তেই রেলের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ব্যাপক হয়রানির শিকার হতে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে।