Prashant Kishor : কলকাতায় প্রশান্ত কিশোর! বঙ্গ রাজনীতিতে ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু? বাড়ছে জল্পনা – prashant kishor indian political strategist came at kolkata creates buzz before lok sabha election 2024


ফের রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হচ্ছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। লোকসভার নির্বাচনের আগে ফের শুরু হল গুঞ্জন। শুক্রবার কলকাতায় প্রশান্ত কিশোর এসেছেন বলে জানা গিয়েছে। তবে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তিনি দেখা করবেন কিনা এ ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই এখনও।

জানা গিয়েছে, ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাকের সঙ্গে বৈঠক করার ব্যাপারে কলকাতায় এসেছেন প্রশান্ত কিশোর। উল্লেখ্য, এই ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাকের নিয়ন্ত্রক ছিলেন প্রশান্ত। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রচার কর্মসূচির দায়িত্বে ছিলেন প্রশান্ত এবং তাঁর টিম। ফের লোকসভা নির্বাচনের আগে প্রশান্ত কিশোরের সহায়তা নেবে রাজ্যের শাসক দল, তৈরি হয়েছে জল্পনা।

প্রসঙ্গত, আই প্যাকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের চুক্তি রয়েছে ভোট প্রচার এবং ডিজিটাল প্রচারের ব্যাপারে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত আই প্যাক তৃণমূল কংগ্রেসকে এ ব্যাপারে সহায়তা করবে বলে তৃণমূল সূত্রে খবর। যদিও, গত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়লাভের পর আই প্যাক কোম্পানির কর্মকাণ্ড থেকে বেরিয়ে যান প্রশান্ত।

বর্তমানে বিহারে যুব ভোটারদের নিয়ে একটি কর্মসূচি চালাচ্ছেন প্রশান্ত কিশোর। বিহার জুড়ে এই নতুন কর্মসূচি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে তিনি কোনও রাজনৈতিক দলের ভোট কুশলী হিসেবে যুক্ত নন। তবে আগামী দিনে তিনি ফের তৃণমূল কংগ্রেসের সঙ্গে চুক্তি বদ্ধ হবেন কিনা, সে ব্যাপারে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি আই প্যাক এবং তৃণমূলের তরফে।

কলকাতায় নিয়োজিত আই প্যাকের এক আধিকারিক সূত্রে খবর, প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভালো সম্পর্ক রয়েছে। সেই সূত্রে ব্যক্তিগত কারণে প্রশান্ত কিশোর তাঁর সঙ্গে দেখা করতেই পারেন। তবে এর মধ্যে নির্বাচন সংক্রান্ত কোনও বিষয় নেই।

Abhishek Banerjee : নিজের কর্মসূচি ডায়মন্ড হারবারেই সীমাবদ্ধ রাখলেন অভিষেক, নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে বড় বার্তা সুব্রতর
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দিদিকে বলো থেকে শুরু করে দুয়ারে সরকার কর্মসূচির বুদ্ধিদাতা প্রশান্ত কিশোর। তাঁর মস্তিষ্ক প্রসূত এই সমস্ত কর্মসূচি বাংলায় খুবই জনপ্রিয়তা লাভ করে। তৃণমূল কংগ্রেসের মধ্যে গত কয়েকদিনে নবীন – প্রবীণ দ্বন্দ্ব চরমে উঠেছে। সেক্ষেত্রে, লোকসভা নির্বাচনের আগে জনমত গঠনে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনও পরামর্শ করবেন কিনা, সেই ব্যাপারে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। রাজ্যের শাসক দলের সঙ্গে প্রশান্ত কিশোরের কোনও বৈঠক হবে কিনা সেটা সময়ই বলবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *