Ration Scam ED : বাড়ি থেকে উদ্ধার থোক থোক টাকা, ED-র হাতে গ্রেফতার কে এই শংকর? – who is sankar adhya tmc leader arrested by ed in ration scam


রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন বনগাঁর দাপুটে তৃণমূল নেতা শংকর আঢ্য। তাঁর বাড়ি থেকে প্রায় সাড়ে আট লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তাঁর গ্রেফতারির পরেই স্ত্রী জ্যোৎস্না আঢ্য ‘চক্রান্তের অভিযোগ’ তুলেছেন। শংকরের গ্রেফতারির পর উঠে আসছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রসঙ্গও। প্রশ্ন উঠছে, ED স্ক্যানারে থাকা কে এই শংকর?

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কে এই দাপুটে নেতা শংকর?
জানা গিয়েছে, শংকর আঢ্য বরাবর রাজনৈতিক পরিবারে বড় হয়েছেন। তাঁর বাবা কংগ্রেস মনস্ক ছিল বলে দা বি স্থানীয়দের। অন্যদিকে, শংকর একজন দাপুটে ব্যবসায়ী। তিনি এলাকায় ‘ডাকু’ হিসেবেই পরিচিত ছিলেন। তাঁর স্ত্রী জ্যোৎস্না আঢ্য বনগাঁ পুরসভার চেয়ারম্যান হন।

জেলার রাজনৈতিক মহলে কান পাতলেই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর ‘সুসম্পর্ক’-এর বিষয়ে জানা যায়। তাঁর হাত ধরেই রাজনৈতিক মহলে উত্থান হয় শংকরের, দাবি স্থানীয়দের। শংকরের গ্রেফতারির পরেই তাঁর স্ত্রী চক্রান্তের অভিযোগ তুলে সরব হন।

এদিকে শংকর আঢ্যের গ্রেফতারির পর এখনও থমথমে পরিবেশ এলাকায়। গাড়ির কাচের টুকরো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। বনগাঁর অলি গলিতে এখন আলোচনার বিষয় প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্যের গ্রেফতারি। তাঁর স্ত্রী গ্রেফতারির পর জানান, সকাল থেকে তদন্তে সহযোগিতা করেছিলেন তাঁরা। রাতে জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলে তাঁকে গ্রেফতার করা হয়। পাশাপাশি চক্রান্তের অভিযোগও তোলেন তিনি। এদিকে বর্তমান পুরপ্রধান গোপাল শেঠ বলেন, ‘এই বিষয়টি বিচারাধীন। তদন্তে সত্যিটা অবশ্যই সামনে আসবে।’

শুক্রবার রাতেই শংকরকে গ্রেফতার করে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। তাঁকে নিয়ে আসার সময় তপ্ত হয় এলাকা। শংকরের অনুগামীরা ED-কে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। অভিযোগ, সন্দেশখালির মতো বনগাঁতেও মহিলাদের সামনে রেখে হামলা চালানো হয় ইডির গাড়িতে। সকালে এবং রাতে একই কায়দায় ইডির গাড়ির উপর ‘হামলা’ চালানোর অভিযোগ উঠেছে।

এই ঘটনায় তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। শংকরের শ্বশুরবাড়ি এবং ভাইয়ের আইসক্রিম ফ্যাক্ট্রিতেও অভিযান চালায় ED।

রেশন দুর্নীতি মামলায় তৎপরতা
আদালতের নির্দেশে রেশন দুর্নীতি মামলায় তদন্ত শুরু করে ED। তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে প্রথমে জিজ্ঞাসাবাদ এবং পরে গ্রেফতার করা হয়। তার আগে বাকিবুর রহমানের নাম উঠে এসেছিল। গ্রেফতার করা হয় তাঁকেও।

শুক্রবার উত্তর ২৪ পরগনায় জায়গায় জায়গায় চলে ED তল্লাশি। এদিন সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন তদন্তকারীরা। সেই সময় তাঁদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। আহত হন একাধিক ED আধিকারিক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *